দেশ জুড়ে বিক্ষোভের মাঝেই, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উঠে এল চাঞ্চল্যকর সত্য
দেশ জুড়ে বিক্ষোভের আগুন জ্বলছে বেশ কিছু দিন ধরে। বিজেপি বিরোধী দলগুলো তীব্র বিরোধিতায় অবতীর্ণ হয়েছে। এমনকি জোট সঙ্গী বিভিন্ন দলও পাশে নেই অমিত শাহের। এমন অবস্থায় কিছুটা দিশেহারা হয়ে সংশোধিত নাগরিকত্ব আইনে বদল আনার কথা ঘোষণা করেছেন কেন্দ্র। দেশ জুড়ে এনআরসি-র দাবি থেকেও সরে এসেছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
সংশোধিত নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা গড়ে তুলতে সক্ষম বিরোধী রাজনৈতিক দলগুলোর দাবি, দেশের সিংহভাগ মানুষ চান না দেশে এনআরসি ও সিএএ লাগু হোক। দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদে মানুষ তারই জানান দিচ্ছে। কিন্তু বিজেপির এই দাবিকে নস্যাৎ করেছে ইন্ডিয়া টিভির একটা সার্ভে রিপোর্ট।
আরও পড়ুন : ঝাড়খন্ডের পরবর্তী মুখ্যমন্ত্রী, খুশির মেজাজে সাইকেল চালিয়ে বাড়ি ফিরলেন হেমন্ত সোরেন
ইন্ডিয়া টিভির এক সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর সত্য। ওই সংবাদসংস্থার দাবি, দেশের ৬২ শতাংশ মানুষ চান দেশে এনআরসি ও সিএএ লাগু হোক। ইন্ডিয়া টিভির দাবি অনুযায়ী, দেশ জুড়ে অশান্তির আবহেই এই সমীক্ষা চালিয়েছে তারা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষের মতামতের উপর ভিত্তি করেই এই সমীক্ষার ফলাফল ঘোষণা করেছে এই সংবাদসংস্থা।
এই সমীক্ষা রিপোর্ট প্রকাশিত হওয়ায় কিছুটা ব্যাকফুটে বিক্ষোভকারীরা। দেশের অধিকাংশ মানুষ এনআরসি ও সিএএ বিরোধী – তাদের এই দাবি কিছুটা হলেও ধাক্কা খেয়েছে ইন্ডিয়া টিভির সমীক্ষা রিপোর্টে। অন্যদিকে, এই রিপোর্টকে হাতিয়ার করে বিক্ষোভকারীদের সমালোচনায় মুখর হয়েছে গেরুয়া শিবির। সিএএ নিয়ে দেশ জুড়ে বিক্ষোভের দায় বিরোধীদের উপর চাপিয়েছে কেন্দ্র।