ফ্লাই ওভারের নীচে আটকে গেলো বিমান। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে ফ্লাইওভারের নীচে। এই ঘটনায় অবাক আশেপাশের এলাকার বাসিন্দারা। ভীড় জমে যায় কিছুক্ষণের মধ্যেই। ভোগান্তিতে পড়েছে বাকি সব যানবাহন।
সুত্র থেকে জানা গেছে এয়ার ইন্ডিয়ার এই বাতিল হওয়া বোয়িংটি একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়েছে।অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্যে এটিকে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিলো জয়পুরে। ২ নং জাতীয় সড়কে দুর্গাপুর ইস্পাত কারখানায় একটি ফ্লাইওভারের নীচে বিমানের মাথা আটকে গেলে বিপত্তির শুরু হয়। জানা গেছে ক্রেনের সাহায্যে সেটিকে বের করার চেষ্টা চলছে।
আরও পড়ুন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে ঘেরাও রাজ্যপাল, কালো পতাকা দেখাল পড়ুয়ারা
শুধু দুর্গাপুরেই নয়, শুক্রবার দমদম থেকে রওনা দেওয়ার পর যশোর রোডে একটি ডিভাইডরে ট্রাকটি আটকে গেছিল। এরপর দুটি ক্রেনের সাহায্যে সেটিকে বের করে আনা হয়।