ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Post office RD: মাসে ৫০০০ টাকা করে জমিয়ে পেয়ে যান ৮ লক্ষ টাকা, জানুন পোস্ট অফিসের এই দারুণ প্রকল্পের ব্যাপারে বিস্তারিত

আপনি যদি এই মুহূর্তে কোন একটি ভালো জায়গাতে বিনিয়োগ করতে চান তাহলে পোস্ট অফিসের এই প্রকল্প খুব ভালো একটা বিকল্প

Advertisement

ভারতের প্রত্যেকটি মানুষ চান যেন তারা নিজেদের ইনভেস্টমেন্ট একটা ভালো জায়গাতে জমিয়ে রাখতে পারেন এবং সেখান থেকে পরবর্তীতে লাভ করতে পারেন। এই কারণেই সবাই বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট স্কিমে বিনিয়োগ করে থাকেন। আপনিও যদি এরকম কোন বিনিয়োগ করতে চান তাহলে সবথেকে ভালো উপায় হল পোস্ট অফিসে বিনিয়োগ করা। পোস্ট অফিস এমন একটা জায়গা যেখানে আপনি সরকারের নিশ্চয়তা পেয়ে যাবেন। অর্থাৎ এখানে যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু আপনার টাকা ডুবে যাবার কোন সম্ভাবনা নেই। পাশাপাশি পোস্ট অফিস একটা ভালো জায়গা যেখানে আপনি বিনিয়োগ করে প্রচুর টাকা সুদ হিসেবে পেতে পারেন। আজ আমরা আপনাকে পোস্ট অফিসের এরকমই একটি দারুন প্রকল্পের ব্যাপারে জানাতে চলেছি যার নাম হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট।

এই প্রকল্পে যদি আপনি প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমান তাহলে আপনি একসাথে ৮ লক্ষ টাকার একটি ফান্ড তৈরি করে ফেলতে পারবেন। শুধু তাই নয় এই প্রকল্পে কিন্তু আপনারা ঋণ নেওয়ার সুবিধা পেয়ে যাবেন। ২০২৩ সালে এই প্রকল্পের সুদের হার বৃদ্ধি করেছিল সরকার। সরকারের বৃদ্ধি করা এই নতুন হার অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৩ কোয়ার্টার থেকে শুরু হয়েছে। তারপর থেকে আপনারা বেশি হারে সুদ পাচ্ছেন। বর্তমানে আপনারা এই অ্যাকাউন্ট থেকে ৬.৭ শতাংশ সুদ পেয়ে যাবেন, যা কিন্তু যে কোন একটা সাধারণ ব্যাংক একাউন্ট থেকে অনেক বেশি। আপনি যদি এই একাউন্টে প্রতি মাসে ৫,০০০ টাকা করে জমা করতে পারেন, তাহলে আপনারা পাঁচ বছরের মধ্যে ৩ লাখ টাকার একটা ফান্ড তৈরি করতে পারবেন। এর উপরে পেয়ে যাবেন আপনারা ৬.৭ শতাংশ হারে সুদ, অর্থাৎ ৫৬ হাজার ৮৩০ টাকা সুদ। সব মিলিয়ে আপনারা ৩ লাখ ৫০ হাজারের বেশি টাকা পেয়ে যাবেন পাঁচ বছর পরে।

এই প্রকল্পের সব থেকে আকর্ষণীয় বিষয়টা হলো, আপনারা কিন্তু আপনার কাছের যেকোনো একটা পোস্ট অফিসে গিয়ে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনাকে কোন বিশেষ পোস্ট অফিসে গিয়ে একাউন্ট খুলতে হবে না। এখানে আপনারা মাত্র ১০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারবেন। এই প্রকল্পের ম্যাচিউরিটি পিরিয়ড হলো ৫ বছরের, অর্থাৎ এর মধ্যে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন। তবে মাথায় রাখবেন, এখানে কিন্তু আপনি যদি বিনিয়োগ করা শুরু করেন তাহলে কিন্তু আপনাকে প্রতি মাসে টাকা দিয়ে যেতে হবে। যদি কোন ভাবে আপনি একাউন্টে টাকা ঢালতে না পারেন, তাহলেই আপনার সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়াও হতে পারে।

Related Articles

Back to top button