ভুলে যান BSNL, জলের দামে ৩৩৬ দিনের রিচার্জ প্ল্যান ঘোষণা করল Jio
বর্তমানে ভারতে BSNL একমাত্র টেলিকমিউনিকেশন সেক্টর, যারা সবচেয়ে কম মূল্যে সেরা অফার দিচ্ছে তাদের গ্রাহকদের জন্য।
আজকের নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলি, ২০১৬ সালে প্রথমবারের মতো গ্রাহকদের জন্য জলের দরে ইন্টারনেট অফার করে টেলিকমিউনিকেশন সেক্টরে পদার্পণ করে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। আর এর পর থেকে মুকেশ আম্বানির এই সংস্থাটির সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করছে এয়ারটেল-ভিআই সহ একাধিক সংস্থা। তবে অত্যাধুনিক ফির্চাস এবং সহজলভ্য ইন্টারনেটের কারণে আজকের দিনে বেশিরভাগ মানুষ নির্ভরশীল হয়ে উঠেছেন রিলায়েন্স জিও-র ওপর।
বর্তমানে ভারতে BSNL একমাত্র টেলিকমিউনিকেশন সেক্টর, যারা সবচেয়ে কম মূল্যে সেরা অফার দিচ্ছে তাদের গ্রাহকদের জন্য। বর্তমানে ভারতবর্ষে একাধিক টেলিকমিউনিকেশন কোম্পানি হাই-স্পিড ইন্টারনেটের পাশাপাশি আনলিমিটেড কলিং-এর সুবিধা প্রদান করলেও, সবচেয়ে কম মূল্যে দুর্দান্ত প্যাকেজ ঘোষণা করছে BSNL। আর সেই কারণে গত কয়েক মাসে প্রায় ৪৫ লাখের বেশি মানুষ Jio, Airtel, VI-র মত সংস্থার পরিষেবা থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। তবে বর্তমানে রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য এমন একটি দুর্দান্ত পরিকল্পনা ঘোষণা করেছে, যেটি জানার আনন্দে লাফিয়ে উঠছেন Jio-র গ্রাহকরা।
আজকের প্রতিবেদনে রিলায়েন্স জিও-র এমন একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এসেছি, যেটি জানার পর সারা বছরের রিচার্জ করার দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্তি পাবেন আপনি। সম্প্রতি জিও তাদের গ্রাহকদের জন্য ২৫৪৫ টাকার রিচার্জ প্ল্যান ঘোষণা করেছে। এই পরিকল্পনার অধীনে গ্রাহক ৩৩৬ দিনের বৈধতা সহ প্রতিদিন ১.৫জিবি হাই-স্পিড ইন্টারনেট এবং আনলিমিটেড ভয়েস কলিং-এর সুবিধা পাবেন। এছাড়া আনলিমিটেড ৫জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন গ্রাহক। পাশাপাশি দৈনিক ১০০ এসএমএস-এর সাথে JioTV, JioCinema, JioCloud-এর মত গুরুত্বপূর্ণ অ্যাপলিকেশনে সব্সক্রিপশনও পাবেন সম্পূর্ণ বিনামূল্যে।