কেরিয়ার

Railway Group-D: প্রকাশিত হলো রেলওয়ে গ্রুপ-ডি পদের নিয়োগের বিজ্ঞপ্তি, জানুন শূন্য পদের সংখ্যা এবং যোগ্যতা

আপনার কাছে যদি আইটিআই ডিগ্রি থেকে থাকে তাহলে এই চাকরি আপনার জন্য একটা দারুন সুযোগ

Advertisement

ভারতীয় রেলের তরফ থেকে এবারে চাকরিপ্রার্থীদের জন্য গ্রুপ ডি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হল। ভারতের এই সংস্থার পক্ষ থেকে শূন্য পদ এবং অন্যান্য যাবতীয় তথ্য ইতি মধ্যেই জানানো হয়েছে। এতদিন ধরে রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের জন্য অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে কর্মী নিয়োগের শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে। চলুন জেনে নেওয়া যাক, এই চাকরির জন্য নূন্যতম যোগ্যতা কি রাখা হয়েছে এবং এতে আপনারা কিভাবে আবেদন করতে পারবেন।

নোটিফিকেশন নম্বর- 08/2024

পদের নাম- Level-1 (গ্রুপ ডি) ও এখানে মোট শূন্য পদের সংখ্যা- ৩২,৪৩৮ টি। এর মধ্যে পয়েন্টম্যান বি পদের জন্য নেওয়া হবে ৫০৫৮ জন কর্মী, ট্র্যাক মেশিন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৭৯৯ জন কর্মী, ব্রিজ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৩০১ জন কর্মী, গ্রুপ ফোর ট্র্যাক মেনটেইনার পদের জন্য নেওয়া হবে ১৩১৮৭ জন কর্মী, P-Way অ্যাসিস্ট্যান্ট পদের জন্য গ্রহণ করা হবে ২৫৭ জন কর্মী, C&W অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ২৫৮৭ জন কর্মী, TRD পদের জন্য নেওয়া হবে ১৩৮১ জন কর্মী, S&T অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ২০১২ জন কর্মী, ডিজেল লোকো শিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৪২০ জন কর্মী, ইলেকট্রিক্যাল লোকো শিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নেওয়া হবে ৯৫০ জন কর্মী, ইলেকট্রিক্যাল অপারেশন অ্যাসিস্ট্যান্ট এর জন্য নেওয়া হবে ৭৪৪ জন কর্মী, TL &AC অ্যাসিস্ট্যান্ট এর জন্য নেওয়া হবে ১০৪১ জন কর্মী, TL &AC ওয়ার্কশপ এর জন্য নেওয়া হবে ৬২৪ জন কর্মী এবং মেকানিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট এর জন্য গ্রহণ করা হবে ৩০৭৭ জন কর্মী।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা

এই চাকরির জন্য আবেদন করতে গেলে আপনাকে যেকোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা অর্জন করতে হবে। এছাড়াও আপনাদের অবশ্যই ITI UNIVERSITY থেকে এই ডিগ্রি গ্রহণ করতে হবে। বিভিন্ন পদের নাম এবং বিবরণ জানার জন্য বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করুন। এই চাকরিতে আবেদন করার জন্য বয়স সীমা হতে হবে ১৮ বছর থেকে ৩৬ বছরের মধ্যে। আবেদনের জন্য সংরক্ষিত শ্রেণীর চাকরিপ্রার্থীরা অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় নির্ধারিত ছাড় পাবেন।

মাসিক বেতন

কেন্দ্রীয় সরকারের বেতন ক্রম ৭ CPC-র অন্তর্গত Pay Level 1 অনুসারে রেলওয়ে গ্রুপ ডি পদে নিয়োজিত প্রার্থীরা প্রতি মাসে নূন্যতম ১৮,০০০/- টাকা বেতন পাবেন। এর পাশাপাশি রেলওয়ের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধাও পাবেন কর্মীরা।

আবেদন পদ্ধতি

RRB-র পক্ষ থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হলে ইচ্ছুক প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে RRB র অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের। এদিনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী রেলওয়ে গ্রুপ- ডি পদের অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে ২৩ জানুয়ারি, ২০২৫ তারিখ থেকে। ফর্ম ফিলাপ চলবে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত।

Related Articles

Back to top button