TRAI-র নতুন গাইডলাইন, ডাবল সিম ব্যবহারকারী হলেই জানুন বিস্তারিত
প্রায় ২০ বছর আগে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) প্রিপেইড রিচার্জ চালু করেছিল।
এই মুহূর্তে ভারতের প্রায় অধিকাংশ টেলিকমিউনিকেশন কোম্পানি তার গ্রাহকদের জন্য একের পর এক ধামাকা রিচার্জ পরিকল্পনা ঘোষণা করেছে। যার আওতাধীন আনলিমিটেড ভয়েস কলিংয়ের সাথে আনলিমিটেড হাই স্পিড ইন্টারনেট, এমনকি প্রতিদিন ১০০ এসএমএস করার সুবিধাও প্রদান করছে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলি। তবে এই আনলিমিটেড সুবিধা প্রদান করতে গিয়ে বেশিরভাগ টেলি কমিউনিকেশন কোম্পানির রিচার্জ পরিকল্পনার দাম আজ আকাশ ছুঁয়েছে। বিশেষ করে যারা ইন্টারনেট ব্যবহার করেন না এবং গ্রামীণ অঞ্চলে বসবাস করেন, তাদের জন্য আকাশ ছোঁয়া এই রিচার্জ পরিকল্পনা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
এমনকি কয়েক মাস গ্রাহকরা রিচার্জ না করলেই বন্ধ হয়ে যাচ্ছে সিমের পরিষেবা। যা আরও অস্বস্তিতে ফেলেছে গ্রাহকদের। এমন পরিস্থিতিতে ভারতীয় সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি তথা BSNL কিছুটা স্বস্তি দিয়েছে গ্রাহকদের। তবে যাদের হাই স্পিড ইন্টারনেট দরকার নেই এবং শুধুমাত্র ভয়েস কল ও SMS-এর সুবিধা পেতে চান তাদের জন্য সুখবর দিতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)।
আমরা আপনাদের বলি, প্রায় ২০ বছর আগে, টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) প্রিপেইড রিচার্জ চালু করেছিল। যার মাধ্যমে গ্রাহকরা শুধুমাত্র ভয়েস কল এবং এসএমএসের সুবিধা গ্রহণ করতে পারত। এর ফলে রিচার্জ পরিকল্পনার দাম থাকতো গ্রাহকদের হাতের নাগালে। ভারতবর্ষের প্রায় ১৫ কোটির বেশি গ্রাহকদের কথা মাথায় রেখে এবার পুরনো পথে হাঁটতে চলেছে TRAI। নতুন এই নিয়মে TRAI নিশ্চিত করবে যে, শুধুমাত্র হাই স্পিড ইন্টারনেট সুবিধা পেতে যেন গ্রাহকদের অতিরিক্ত টাকা দিয়ে রিচার্জ পরিকল্পনা ক্রয় করতে না হয়। যাদের হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন নেই, তারা যেন কম টাকা রিচার্জে ভয়েস কল এবং এসএমএস সুবিধা পেতে পারে।