প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে মিরাট ঢোকার আগে আটক করলো উত্তরপ্রদেশের পুলিশ। তারা সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের গুলিতে প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়েছিলেন।
পুলিশের হাতে আটক হওয়ার পর রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, ‘আমি ওদের জিজ্ঞেস করি যে আমাদের আটক করার বা বাধা দেওয়ার কোন অর্ডার রয়েছে কিনা। তারা কোন অর্ডার দেখাতে পারেনি তবু আমাদের সেখান থেকে ফিরিয়ে দেওয়া হয়।’
আরও পড়ুন : NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার
এক বর্ষীয়ান কংগ্রেস নেতা অভিযোগ করেন রাজধানীর মাত্র ৫০ কিমি দূরে মিরাটে ঢোকার মুখে পার্তারপুর এলাকায় আটকে দেওয়া হয় রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। তিনি বলেন, ‘তারা মাত্র ৩ জন মিরাটে ঢুকতে চেয়ে অনুরোধ করেছিলেন। এতে ১৪৪ ধারা ভঙ্গ হতো না। কিন্তু তাদের আবেদন নাকচ করে দেয় স্থানীয় পুলিশ প্রশাসন।’
এই মিরাট জেলায় সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কয়েকজন পুলিশের গুলিতে নিহত হন এই জেলায়। সারা রাজ্যে কমপক্ষে ১৯ জন মারা গিয়েছেন পুলিশের গুলিতে। এই হিসেব ১৯ ডিসেম্বর পর্যন্ত সরকারি ভাবে দেওয়া হয়েছে। শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন এবং অসংখ্য অজ্ঞাত দুষ্কৃতীদের নামে এফআইআর করেছে পুলিশ।