নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভূমিকম্প। বড়দিনের আগের সন্ধেয় কেঁপে উঠল উত্তরবঙ্গের জলপাইগুড়ি–সহ একাধিক জায়গা। যদিও কম্পনের তীব্রতা খুব বেশি নয়। রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা ৩.২। তীব্রতা কম থাকায় তেমন ক্ষয়ক্ষতি কিছু হয়নি বলেই জানিয়েছে গ্যাংটকের হাওয়া অফিস। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত ৮টা বেজে ৭ মিনিটে কেঁপে ওঠে জলপাইগুড়ি–সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা। ভূমিকম্প স্থায়ী হয় দেড় সেকেন্ডের মতো। ভূপৃষ্ঠ থেকে ৩২ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গিয়েছে।
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে জাঁকিয়ে পড়েছে শীত। সন্ধে নামলেই নামছে পারদ। সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। মঙ্গলবার হঠাৎই সন্ধেয় কেঁপে ওঠে এলাকা। সাধারণ মানুষ ভয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেন। পরে বুঝতে পারেন ভূমিম্প হয়েছে। জলপাইগুড়ি শহর–সহ জেলার অন্যান্য জায়গাতেও মৃদু কম্পন অনুভূত হয়।
আরও পড়ুন : NPR এর সাথে NRC’র কোনো সম্পর্ক নেই, জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার
কোনও ক্ষতির খবর না থাকলেও খতিয়ে দেখছে প্রশাসন। মাস ছ’য়েক আগেই উত্তরবঙ্গে ভূমিকম্প হয়। সেইবার ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়েছিল শিলিগুড়িতে। এবার সেই একই ছবি দেখা গেল জলপাইগুড়িতে।