নিউজব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

মাধ্যমিক পাশ মহিলাদের জন্য দারুণ সুযোগ, LIC-র নতুন স্কিমে প্রতি মাসে নিশ্চিত আয়!

Advertisement

দেশের নারীদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (LIC) একটি বিশেষ স্কিম চালু করেছে, যা ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। স্কিমটি চালু হওয়ার মাত্র এক মাসের মধ্যে প্রায় ৫০ হাজার রেজিস্ট্রেশন জমা পড়েছে। দশম শ্রেণি উত্তীর্ণ যেকোনো মহিলা এই প্রকল্পের মাধ্যমে মাসিক সাম্মানিক ভাতা ও ৭,০০০ টাকা পর্যন্ত কমিশন উপার্জন করতে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে নারীর ক্ষমতায়নকে উৎসাহিত করতেই এই প্রকল্পটি চালু করা হয়েছে।

‘বিমা সখী’ প্রকল্পের অগ্রগতি

বুধবার LIC-এর পক্ষ থেকে জানানো হয়েছে, স্কিম চালু হওয়ার প্রথম মাসেই ৫২,৫১১ জন মহিলা ‘বিমা সখী’ হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৭,৬৯৫ জনকে পলিসি বিক্রির জন্য নিয়োগপত্র প্রদান করা হয়েছে এবং ১৪,৫৮৩ জন ইতিমধ্যে কাজ শুরু করেছেন। LIC-এর সিইও সিদ্ধার্থ মোহান্তি জানিয়েছেন, “আমাদের লক্ষ্য আগামী এক বছরের মধ্যে দেশের প্রতিটি পঞ্চায়েতে অন্তত একজন করে ‘বিমা সখী’ নিয়োগ করা।”

বিমা সখী’দের জন্য সুবিধা

এই প্রকল্পের আওতায় ‘বিমা সখী’রা তিন বছরের জন্য মাসিক সাম্মানিক ভাতা পাবেন।
প্রথম বছর: প্রতি মাসে ৭,০০০ টাকা
দ্বিতীয় বছর: প্রতি মাসে ৬,০০০ টাকা
তৃতীয় বছর: প্রতি মাসে ৫,০০০ টাকা

ভাতার পাশাপাশি পলিসি বিক্রির উপর কমিশন পাওয়ার সুযোগও রয়েছে। LIC আগামী তিন বছরে ২ লক্ষ ‘বিমা সখী’ নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

যোগ্যতা এবং আবেদন

আবেদনকারী মহিলার বয়স হতে হবে ১৮ থেকে ৭০ বছরের মধ্যে।
আবেদনকারীর অন্তত দশম শ্রেণি উত্তীর্ণ হতে হবে।
পলিসি বিক্রির পাশাপাশি প্রশিক্ষণ গ্রহণ করে তারা নিজেদের দক্ষতা বাড়াতে পারবেন।

উপসংহার

LIC-এর এই বিশেষ প্রকল্প শুধুমাত্র মহিলাদের আর্থিক সুরক্ষা ও আয়ের পথ খুলে দিচ্ছে না, বরং তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগও প্রদান করছে। আগামী দিনে ‘বিমা সখী’ প্রকল্প গ্রামীণ ও শহরাঞ্চলের মহিলাদের জন্য বড় রকমের কর্মসংস্থান ও আর্থিক উন্নতির একটি শক্তিশালী মাধ্যম হয়ে উঠবে।

Related Articles

Back to top button