বিনোদন

Prabase Gharkanna: গৃহবধূ থেকে ইউটিউবারের যাত্রা! ‘প্রবাসে ঘরকন্না’র মহুয়ার মাসিক আয় কত?

Advertisement

মেদিনীপুরে বড় হওয়া মহুয়া গঙ্গোপাধ্যায় এখন ক্যালিফোর্নিয়াবাসী। বিয়ের পর স্বামীর কর্মসূত্রে আমেরিকায় পাড়ি দেওয়া মহুয়া এখন একজন পরিচিত ইউটিউবার। তাঁর ইউটিউব চ্যানেল ‘প্রবাসে ঘরকন্না’ বেশ জনপ্রিয়, আর তিনি পরিচিত এই নামেই। নেটদুনিয়ায় ভাইরাল হয়ে উঠেছে তাঁর রোজকার জীবনের ভিডিও।

মহুয়ার প্রতিটি ভিডিওই শুরু হয় পরিচিত বাক্য দিয়ে—‘নমস্কার, কেমন আছেন সবাই’। তাঁর চ্যানেলে উঠে আসে বিদেশে জীবনযাত্রার নানা খুঁটিনাটি। বিদেশে ঘুরে বেড়ানোর মুহূর্ত থেকে শুরু করে রান্নাঘরের টুকিটাকি, সন্তানদের পড়াশোনা বা কানে ফুটো করানোর মতো বিষয়, সবকিছুই জায়গা পায় তাঁর চ্যানেলে। এমনই সাধারণ অথচ আকর্ষণীয় বিষয়গুলো দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করে।

বর্তমানে তাঁর ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ১০ লক্ষ ছুঁইছুঁই। নেটিজেনদের মনে একটি সাধারণ প্রশ্ন, ‘প্রবাসে ঘরকন্না’ থেকে মাসে কত আয় করেন মহুয়া? যদিও নির্দিষ্ট অঙ্ক জানা কঠিন, তবু অনুমান করা যায় যে ইউটিউবে তাঁর মাসিক রোজগার লক্ষাধিক হতে পারে।

একটি রিপোর্ট অনুযায়ী, নতুন বছরের প্রথম দুই সপ্তাহে মহুয়া প্রায় ৮,০০০ নতুন সাবস্ক্রাইবার পেয়েছেন। ফলে তাঁর ভিডিওর ভিউ সংখ্যাও বেড়েছে। অনুমান অনুযায়ী, এই ভিউ থেকে তিনি মাসে ৪১১ ডলার থেকে ৯,৩০০ ডলার পর্যন্ত আয় করতে পারেন। যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩৫,৬২১ টাকা থেকে ৮,০৬,২৪০ টাকার মধ্যে হতে পারে। তবে নির্দিষ্ট অঙ্ক বলা কঠিন।

ইউটিউবের উপার্জন মূলত সাবস্ক্রাইবার সংখ্যা ও ভিডিও ভিউয়ের উপর নির্ভর করে। সাধারণভাবে, যাঁদের সাবস্ক্রাইবার ১ লক্ষ পার করেছে, তাঁদের আয় হতে পারে ১৫,০০০-৩০,০০০ টাকা। সাবস্ক্রাইবার সংখ্যা যদি ৫ লক্ষ ছাড়ায়, তবে আয় হতে পারে ৫০,০০০-১,০০,০০০ টাকা। আর যাঁদের সাবস্ক্রাইবার ১০ লক্ষের বেশি, তাঁদের মাসিক আয় ২ থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

মহুয়ার মতো গৃহবধূ থেকে ইউটিউবার হয়ে ওঠার গল্প নেটিজেনদের অনুপ্রাণিত করে। তাঁর ভিডিওগুলোর জনপ্রিয়তা বিদেশি জীবনের প্রতি দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে।

Related Articles

Back to top button