Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফ্রি লেনদেনের যুগ শেষ! Google Pay ব্যবহারকারীদের জন্য নতুন নিয়ম, কোন কোন পেমেন্টে লাগবে চার্জ?

Updated :  Saturday, March 1, 2025 3:24 PM

মুঠোফোনই এখন ডিজিটাল পার্স। হোক বিদ্যুৎ বিল বা রাস্তার ধারের ফুচকা, অনলাইন পেমেন্টের জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে Google Pay। এতদিন পর্যন্ত এই প্ল্যাটফর্মে সব ধরনের লেনদেন ফ্রি ছিল, কিন্তু এবার কিছু নির্দিষ্ট পেমেন্টের ক্ষেত্রে গ্রাহকদের গুনতে হবে অতিরিক্ত চার্জ।

কোন কোন পেমেন্টে কাটবে চার্জ?

ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, Google Pay এখন ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টে “Convenience Fee” (সুবিধা ফি) আরোপ করছে।
– বিশেষ করে গ্যাস ও বিদ্যুৎ বিলের মতো ছোট লেনদেনে এই চার্জ প্রযোজ্য হবে।
– চার্জের হার ০.৫% থেকে ১% পর্যন্ত হতে পারে এবং তার উপর যুক্ত হবে GST।
– UPI পেমেন্টে অবশ্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে না।
– Rupay কার্ডের ক্ষেত্রেও এই চার্জ প্রযোজ্য হবে।

কীভাবে এই চার্জ যোগ হবে?

– Google Pay-এ বিল পেমেন্টের সময়, মোট পরিশোধযোগ্য টাকার সঙ্গে এই সুবিধা ফি স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে।
– আপনি Google Pay অ্যাপের ট্রানজ্যাকশন হিস্টোরিতে গিয়ে এই চার্জ দেখতে পারবেন।
– প্রতিটি ট্রানজাকশনে আলাদা করে এই চার্জ যুক্ত হবে।

পেমেন্ট ফেল হলে কী হবে?

– যদি কোনও কারণে পেমেন্ট ব্যর্থ হয়, তবে কাটা চার্জ কয়েক দিনের মধ্যে ফেরত পাঠানো হবে।

আপনিও কি এই চার্জের আওতায় পড়বেন?

যদি আপনি Google Pay-এর মাধ্যমে বন্ধু বা পরিবারের কারও বিল পরিশোধ করেন, তাতেও এই চার্জ প্রযোজ্য হবে। তবে UPI-র মাধ্যমে পেমেন্ট করলে কোনও চার্জ লাগবে না।

নতুন চার্জের নিয়ম পেমেন্টের সময় স্ক্রিনে দেখানো হবে। বিস্তারিত জানতে Google Pay-এর অফিসিয়াল নোটিফিকেশন বা ওয়েবসাইট দেখে নিন।