সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ আরও তীব্র করার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আবারও পদযাত্রায় অংশ নিয়ে নাগরিকত্ব আইন নিয়ে কেন্দ্রের কঠোর সমালোচনা করেন তিনি। এদিন কলকাতার রাজাবাজার থেকে মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী। মিছিল শিয়ালদা হয়ে মল্লিক বাজারে গিয়ে শেষ হয়।
এই মিছিল থেকে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি দেশ জুড়ে আগুন নিয়ে খেলছে বলে উল্লেখ করে তাদের হুঁশিয়ারিও দেন তিনি। ‘আগুন নিয়ে খেলবেন না’ বিজেপির প্রতি হুঁশিয়ারি মমতার। বাংলার মানুষ যে বিজেপির এই হিংসার রাজনীতি পছন্দ করবেন না সে কথাও মনে করিয়ে দেন তিনি।
আরও পড়ুন : “সময় এসে গেছে ‘টুকড়ে টুকড়ে বাহিনী’কে শাস্তি দেওয়ার” : অমিত শাহ
এ দিনের মিছিল থেকে শুধু এনআরসি বা নাগরিকত্ব আইনের বিরোধিতা নয় সার্বিকভাবে বিজেপিকে মোকাবিলা করার ডাক দেন মুখ্যমন্ত্রী। হাজার হাজার মানুষকে সাথে নিয়ে বিজেপিকে জবাব দেওয়ার বার্তা দেন তিনি। বুঝিয়ে দেন, মানুষকে সাথে বিজেপির মোকাবিলা করবেন তিনি।
মিছিলে মানুষের উপস্থিতি দেখে উজ্জীবিত তিনি। পথে নেমেই বিজেপিকে রাজনৈতিক ভাবে মোকাবিলা করার কথাও ঘোষণা করেন তৃণমূল নেত্রী। এ দিনের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অত্যন্ত খুশি তিনি। মিছিল যে পথে গিয়েছে, রাস্তায় মানুষের উপস্থিতিও নজর কেড়েছে। মুখ্যমন্ত্রীকে দেখে মানুষ হাত নেড়ে অভিবাদন জানিয়েছেন পথচলতি মানুষ। আজকের মিছিল থেকে এনআরসি ও নাগরিকত্ব আইন না মানার স্লোগান ওঠে। ধিক্কার জানানো হয় বিজেপিকে।