কলকাতা: এসএসসি দুর্নীতি মামলায় হাজার হাজার চাকরি বাতিলের পর এবার নজরে ২০১৬ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি। দীর্ঘদিন পরে ফের আলোচনায় এই মামলাটি। সোমবার, ৭ এপ্রিল, কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে উঠতে চলেছে এই মামলার শুনানি।
হাইকোর্ট সূত্রে জানা গেছে, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত রয়েছে।
উল্লেখযোগ্যভাবে, এই নিয়োগ দুর্নীতি মামলায় তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রায় ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন। রাজ্য সরকার সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করে। পাশাপাশি, অন্য একটি মামলায় বিচারপতি অমৃতা সিং ৪২ হাজার প্রার্থীকে নিয়ে প্যানেল প্রকাশের নির্দেশ দেন, যা বর্তমানে সুপ্রিম কোর্টে স্থগিত রয়েছে।
এসএসসি মামলার রায় প্রকাশের পরই, এক বছর ধরে থমকে থাকা প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলাগুলির শুনানি ফের শুরুর দাবি জানাতে উদ্যোগী হয়েছেন মামলাকারীরা।
এছাড়াও, ২০১৪ সালের টেট পরীক্ষার ওএমআর শিট নষ্টের অভিযোগ সংক্রান্ত মামলার শুনানিও রয়েছে বিচারপতি রাই চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে। এই রায়ের উপর নির্ভর করছে প্রায় ৬০ হাজার প্রাথমিক শিক্ষকের ভবিষ্যৎ, যার মধ্যে রয়েছেন ২০১৬ সালে নিয়োগ পাওয়া প্রায় ৩২ হাজার শিক্ষকও।
সব মিলিয়ে সোমবারের শুনানিকে ঘিরে শিক্ষক মহলে দানা বাঁধছে প্রবল উদ্বেগ। ফের কি চাকরি হারানোর মুখে পড়বেন হাজার হাজার শিক্ষক? সেই উত্তর মিলবে হাই কোর্টের দরজায়।