নোটবন্দির মতোই সাধারণ মানুষের উপর বিপর্যয় নেমে আসবে NPR ও NRP-তে, মত রাহুলের
শনিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী এনপিআর ও এনআরসি নিয়ে নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন এবং জানান এগুলো গরীব মানুষকে হয়রানি করার জন্য তৈরী করা হয়েছে। প্রধানমন্ত্রীর ১৫ জন ঘনিষ্ঠ বন্ধু এর ফলে অসুবিধায় পড়বে না, যারা অসুবিধায় পড়বে তারা সবাই সাধারণ মানুষ।মোদীর ওই বন্ধুরা এর থেকে আর্থিক সুবিধা পাবে বলেও উল্লেখ করেন তিনি।
কেন্দ্রের প্রস্তাবিত এনপিআর নিয়ে সংবাদমাধ্যমের কাছে বলতে গিয়ে রাহুল গান্ধী জানান, ‘নোটবন্দির মতোই দ্বিতীয় বারের জন্য নাটক করছে ওরা। এর দেশের গরীব মানুষেরাই সমস্যায় পড়বে। নোটবন্দির ঘটনা ভুলে গেলে চলবে না। এই ঘটনা নোটবন্দির থেকেও বেশী সমস্যায় ফেলবে মানুষকে।’
আরও পড়ুন : ‘পাকিস্তানে চলে যাও’ বিক্ষোভকারীদের বললেন যোগীর পুলিশ
এরপরই ওয়ানাডের কংগ্রেস সাংসদ যোগ করেন, ‘এই নাটকের মাধ্যমে বিজেপি দেশের গরীব মানুষগুলোকে লাইনে দাঁড় করিয়ে তারা ভারতীয় নাগরিক কিনা তার প্রমাণ চাইবে। যেখানে প্রধানমন্ত্রীর ১৫ জন ধনী বন্ধুর এসব কিছুই করতে হবে না। ওরাই এখান থেকে সবচেয়ে বেশী লাভ পাবে।’
সংখ্যালঘুদের মধ্যে ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে রাহুল, বিজেপির এই অভিযোগেরও এদিন উত্তর দেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, একদিকে মোদীজী বলছেন দেশে কোন ডিটেনশন ক্যাম্প নেই, অন্যদিকে আসামে ডিটেনশন ক্যাম্পে মানুষের হাহাকার ক্যামেরাবন্দি হয়ে ছড়িয়ে পড়ছে দেশে। তাহলে মিথ্যেবাদী কে, নরেন্দ্র মোদী নাকি রাহুল গান্ধী? তার উত্তরও জনতার কাছে জানতে চেয়েছেন রাহুল।