Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aadhaar Free Update: আপনার আধার কার্ড বিনামূল্যে আপডেট করুন, এই তারিখের পরে আপনাকে টাকা দিতে হবে

Updated :  Thursday, June 12, 2025 11:19 AM
Update Aadhaar for Free

দীর্ঘ দশ বছর আগে আধার কার্ড করিয়েছেন? তাহলে দেরি না করে এখনই নথি আপডেট করে নিন। কারণ আধার তথ্য অনলাইনে বিনামূল্যে আপডেট করার শেষ সুযোগ শেষ হতে চলেছে মাত্র কয়েক দিনের মধ্যেই। ১৪ জুন, ২০২৫-এর পর এই পরিষেবা আর বিনামূল্যে পাওয়া যাবে না।

ইউআইডিএআই (UIDAI)-এর তরফে জানানো হয়েছে, আধার হোল্ডারদের অনেকের পরিচয় ও ঠিকানা সংক্রান্ত নথি (PoI/PoA) পুরনো হয়ে গিয়েছে। ফলে সরকারি পরিষেবা, সাবসিডি বা ব্যাংক অ্যাকাউন্ট যাচাইকরণে সমস্যা দেখা দিতে পারে। সেই ঝুঁকি এড়াতেই এবার শেষবারের মতো বিনামূল্যে আপডেট করার সুযোগ দেওয়া হয়েছে।

কীভাবে বিনামূল্যে আপডেট করা যাবে?

এই আপডেট শুধুমাত্র myAadhaar পোর্টাল-এর মাধ্যমে অনলাইনে করা যাবে। কোনো ফিজিক্যাল সেন্টারে গিয়ে করলে নির্ধারিত ₹৫০ ফি দিতে হবে। ফলে যারা এখনও বিনামূল্যে অনলাইন আপডেট করেননি, তাঁদের এই সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে এই আপডেটে?

গত কয়েক বছরে বহু নাগরিকের ঠিকানা বা অন্যান্য তথ্য বদলেছে। কিন্তু অনেকেই আধারে সেই পরিবর্তন করেননি। এই অসামঞ্জস্য বহু পরিষেবায় সমস্যা তৈরি করছে। আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল যাচাইকরণ পদ্ধতির জন্য তথ্যের নির্ভুলতা এখন অত্যন্ত জরুরি।

আগের সময়সীমা ছিল কখন?

এই বিনামূল্যে আপডেটের সময়সীমা আগেও নির্ধারিত হয়েছিল ১৪ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। পরে তা বাড়িয়ে ১৪ জুন, ২০২৫ করা হয়। ইউআইডিএআই এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এটি চূড়ান্ত সময়সীমা, এর পরে আর কোনো ছাড় দেওয়া হবে না।

পাঠকদের জন্য জরুরি প্রশ্ন ও উত্তর:

আধার আপডেট কেন জরুরি?
আধার তথ্য সঠিক না থাকলে ব্যাংক, সাবসিডি, সিম কার্ড, পাসপোর্টসহ বিভিন্ন পরিষেবায় সমস্যা হতে পারে।

কোন নথিগুলি আপডেট করা যাবে?
Proof of Identity (PoI) ও Proof of Address (PoA) আপডেট করা যাবে।

অনলাইন আপডেট কীভাবে করব?
myAadhaar পোর্টালে লগ ইন করে Upload Document অপশন থেকে স্ক্যান কপি আপলোড করতে হবে।

যাদের আধার ১০ বছর আগে করা হয়েছে, তাঁদের জন্য কি এটা বাধ্যতামূলক?
ইউআইডিএআই-এর পরামর্শ অনুযায়ী, তাঁদের ক্ষেত্রে আপডেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১৪ জুনের পর কী হবে?
আপডেট করতে হলে অফলাইন সেন্টারে গিয়ে ₹৫০ ফি দিয়ে করতে হবে।