Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

PAN ও AADHAR-এ এই ছোট্ট ভুল থাকলে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা, কেন্দ্রের কড়া নিয়ম জারি

Updated :  Monday, June 16, 2025 11:29 AM
PAN Aadhar link

প্যান এবং আধার লিঙ্ক করা না থাকলে বড়সড় আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন আপনি। ইতিমধ্যেই অনেক করদাতার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে শুধুমাত্র এই কারণে। আর সেই নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে আর্থিক লেনদেন করলেই কড়া আইনি পদক্ষেপ নিতে শুরু করেছে আয়কর দফতর।

বর্তমানে দেশের প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ আর্থিক কাজেই প্যান এবং আধার বাধ্যতামূলক হয়ে পড়েছে। এই দুই নথিকে লিঙ্ক করার নির্দেশ বেশ আগেই দেওয়া হয়েছিল কেন্দ্র সরকারের তরফে। কিন্তু অনেকেই এখনও তাঁদের প্যান কার্ড আধারের সঙ্গে সংযুক্ত করেননি। ফলস্বরূপ, সেগুলি এখন “নিষ্ক্রিয়” বা inactive হিসেবে চিহ্নিত হয়েছে।

কী ধরনের লেনদেনে সমস্যা হতে পারে?

নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করে যদি কেউ কোনও বড় আর্থিক লেনদেন করে থাকেন, তাহলে সেই ব্যক্তির বিরুদ্ধে আয়কর আইনের ধারা ২৭২বি অনুযায়ী জরিমানা ধার্য করা হতে পারে। জরিমানার অঙ্ক একেকটি লেনদেনের ক্ষেত্রে হতে পারে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত।

এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে—

  • নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা পুরনো অ্যাকাউন্ট পরিচালনা করা

  • মিউচুয়াল ফান্ড বা শেয়ার মার্কেটে বিনিয়োগ

  • সম্পত্তি (Property) ক্রয়-বিক্রয়

  • ঋণ (Loan) নেওয়ার জন্য আবেদন

  • ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করা

এই সমস্ত ক্ষেত্রেই নিষ্ক্রিয় প্যান ব্যবহার করলে অর্থনৈতিকভাবে বিপাকে পড়ার আশঙ্কা থাকছে।

কেন নিষ্ক্রিয় হয়ে যায় প্যান?

যদি কোনও ব্যক্তি তাঁর প্যান নম্বরকে নির্ধারিত সময়সীমার মধ্যে আধার নম্বরের সঙ্গে লিঙ্ক না করেন, তাহলেই সেই প্যান নিষ্ক্রিয় বলে গণ্য হয়। এর ফলে সেটি আর কোনও লেনদেন বা সরকারি কাজে ব্যবহারযোগ্য নয়।

একই ব্যক্তির দুটি প্যান? বড় সমস্যা

অনেক সময় একাধিক প্যান নম্বর থাকা সত্ত্বেও করদাতারা সেটা বুঝতে পারেন না। কিন্তু এটি গুরুতর ভুল। কারও কাছে যদি দুইটি প্যান কার্ড থাকে, তাকে অবশ্যই একটি কার্ড জমা দিতে হবে। ভুলবশত যদি এমনটি হয়ে থাকে, এবং সত্যতা প্রমাণ করা যায়, তাহলে জরিমানা মকুব হতে পারে। তবে তার আগে ‘প্যান কার্ড সংশোধন’ বা পুনর্মুদ্রণের জন্য অনলাইন আবেদন করতে হবে।

গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (FAQ):

১. আমি কীভাবে বুঝব আমার প্যান নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা?
আয়কর দফতরের পোর্টালে লগ-ইন করে আপনার প্যানের স্ট্যাটাস যাচাই করা যাবে।

২. নিষ্ক্রিয় প্যান পুনরায় সক্রিয় করা যাবে?
হ্যাঁ, আধারের সঙ্গে প্যান লিঙ্ক করে তা ফের সক্রিয় করা সম্ভব।

৩. একাধিক প্যান থাকলে কী করণীয়?
‘প্যান সংশোধন’ ফর্ম পূরণ করে একটি প্যান জমা দিয়ে বাকি বাতিল করতে হবে।

৪. জরিমানার পরিমাণ কী নির্দিষ্ট?
প্রতিটি নিষ্ক্রিয় প্যান ব্যবহার করে লেনদেনের ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

৫. যদি ভুলবশত লেনদেন হয়ে যায়, তবে কি জরিমানা হবে?
সত্যতা যাচাই করে যদি ভুল প্রমাণিত হয়, তবে জরিমানা ধার্য নাও হতে পারে।