Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ration Card: রেশন কার্ডে মিলবে আরও বেশি চাল ও গম, কোন কোন পরিবার পাবেন এই সুবিধা?

Updated :  Monday, June 23, 2025 7:38 PM
ration card

রাজ্যের মানুষের জন্য ফের এল সুখবর। রেশন কার্ডধারীদের জন্য এবার বাড়তে চলেছে চাল ও গমের বরাদ্দ। মুখ্যমন্ত্রীর তরফে ঘোষণা করা হয়েছে, বাংলার প্রতিটি উপযুক্ত পরিবার এখন রেশনে আরও বেশি পরিমাণ খাদ্যশস্য পাবে — সম্পূর্ণ বিনামূল্যে।

রেশন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করতে একাধিক নতুন প্রস্তাব ইতিমধ্যেই কার্যকর হয়েছে। রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর এক বিশেষ উদ্যোগের অংশ হিসেবে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যা সরাসরি প্রভাব ফেলবে লক্ষ লক্ষ মানুষের উপর।

কী থাকছে নতুন ব্যবস্থায়?

বর্তমানে ‘প্রায়োরিটি’ ও ‘স্পেশাল প্রায়োরিটি’ ক্যাটেগরির রেশন কার্ডধারীরা প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে চাল ও গম পান। এরা মূলত আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবার। এবার থেকে এই পরিমাণ খাদ্য সামগ্রী আরও বাড়ানো হবে নির্দিষ্ট কিছু পরিবারের জন্য। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, ১০ জনের বেশি সদস্য রয়েছে এমন পরিবারকে বেশি পরিমাণ খাদ্যশস্য দেওয়া হবে।

এই লক্ষ্যেই চালু হয়েছে দুটি বিকল্প ব্যবস্থা:

  1. ১০ জনের বেশি সদস্যবিশিষ্ট অন্ত্যোদয় পরিবারকে দু’টি ভাগে ভাগ করে আলাদা করে রেশন দেওয়া হবে।

  2. নয়তো, ওই পরিবারের কিছু সদস্যকে অন্য কোনও রেশন প্রকল্পের আওতায় আনা হবে।

সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও, কাজ শুরু হয়ে গেছে

যদিও এই দুটি প্রস্তাব এখনও পূর্ণাঙ্গভাবে চূড়ান্ত হয়নি, রাজ্যের খাদ্য দফতরের রিফর্ম সেলকে ইতিমধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, রেশন কার্ড সক্রিয়তা সংক্রান্ত একটি নয়া নিয়মও চালু করা হয়েছে। এতে করে প্রতিটি কার্ড ব্যবহার ও বরাদ্দের হিসাব আরও স্বচ্ছ ও কার্যকরী হবে।

এই নতুন সুবিধা কাদের জন্য?

সকল রেশন গ্রাহক এই সুযোগ পাচ্ছেন না। মূলত যাঁদের পরিবারে সদস্য সংখ্যা ১০-এর বেশি, বা যাঁরা অন্ত্যোদয় প্রকল্পের অন্তর্ভুক্ত — তাঁরাই এই সুবিধা পাবেন। ফলে সাধারণ পরিবারগুলোর মধ্যে অনেকেই এই সুযোগ থেকে বাদ পড়বেন। তবে ভবিষ্যতে আরও সম্প্রসারিত হতে পারে এই সুবিধার পরিসর।

সাধারণ প্রশ্নোত্তর:

১. নতুন ব্যবস্থায় রেশন কার্ডধারীরা কতটা খাদ্যসামগ্রী বেশি পাবেন?
১০ জনের বেশি সদস্যবিশিষ্ট পরিবারদের জন্য বরাদ্দ বাড়ানো হবে, তবে ঠিক কতটা বাড়বে তা এখনও নির্ধারিত হয়নি।

২. এই সুবিধা কবে থেকে চালু হচ্ছে?
সরকারি সূত্রে জানানো হয়েছে, পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে, তবে নির্দিষ্ট দিন এখনও ঘোষণা হয়নি।

৩. আমি যদি সাধারণ রেশন কার্ডধারী হই, তাহলে কি এই সুবিধা পাব?
না, এই বাড়তি বরাদ্দ শুধুমাত্র অন্ত্যোদয় ও বিশেষ শ্রেণির পরিবারদের জন্য প্রযোজ্য।

৪. রেশন কার্ড সক্রিয়তা বলতে কী বোঝানো হচ্ছে?
যে কার্ড নিয়মিত ব্যবহার করা হচ্ছে না বা যেগুলির তথ্য অপ্রাসঙ্গিক, সেগুলি যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

৫. কীভাবে জানতে পারব আমি এই নতুন সুবিধার অন্তর্ভুক্ত কিনা?
নিকটস্থ রেশন দোকান বা ব্লক খাদ্য অফিসে যোগাযোগ করে তথ্য নেওয়া যেতে পারে।