Today Trending Newsদেশনিউজ

৩৭০ ধারা বিলুপ্তির সময় থেকে আটক থাকা পাঁচ রাজনৈতিক নেতাকে মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন

Advertisement

গত ৪ মাস ধরে আটক থাকা পাঁচ রাজনৈতিক নেতাকে সোমবার মুক্তি দিল জম্মু ও কাশ্মীর প্রশাসন, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গেছে। এই পাঁচ রাজনৈতিক নেতার মধ্যে রয়েছে ২ জন প্রাক্তন পিডিপি বিধায়ক, ২ জন ন্যাশনাল কনফারেন্স সদস্য ও ১ জন কংগ্রেস সদস্য।

সূত্রের খবর, ন্যাশনাল কনফারেন্স নেতা ইসফাক জব্বার ও গুলাম নবি ভাট, কংগ্রেসের বসির মির এবং পিডিপির জাহুর মির ও ইয়াসির রেসি। ৫ আগস্ট জম্মু ও কাশ্মীর রাজ্য থেকে বিশেষ মর্যাদা ও ৩৭০ ধারা তুলে নেয় কেন্দ্র সরকার। জম্মু ও কাশ্মীরকে ভেঙে তৈরী করা হয় দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল। তখন থেকেই বন্দি ছিলেন এই পাঁচ নেতা।

আরও পড়ুন : BREAKING : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাড়িতে আগুন

এছাড়াও গত ৫ আগস্ট থেকে বন্দি রয়েছেন বিভিন্ন মূলধারার রাজনৈতিক দলের বেশ কিছু নেতা। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতি। আটক রয়েছেন জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ গনি লোনে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ জন সুরক্ষা আইনে শ্রীনগরের গুপ্তা রোডের নিজের বাসভবনে গৃহবন্দি রয়েছেন। তাঁর পুত্র ওমর আবদুল্লাহ হরি নিবাসে বন্দি রয়েছেন। পিডিপি প্রধান মেহবুবা মুফতিকে শ্রীনগরের চশমে শাহি অতিথিশালা থেকে সরকারি ভবনে স্থানান্তরিত করেছে প্রশাসন।

Related Articles

Back to top button