‘গেরুয়া বস্ত্র ধারণ করলে, হিন্দু ধার্মিক হওয়া যায় না,’ যোগীকে আক্রমন প্রিয়াঙ্কা গান্ধীর
উত্তরপ্রদেশে কংগ্রেস একা লড়লে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা থাকবে প্রিয়ঙ্কা গাঁধীর। সেই অনুযায়ী তিনি প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। উত্তরপ্রদেশের যোগীর পুলিশের গুলিতে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। শনিবার লখনউতে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তিনি জানান অন্য বিরোধীরা সরব না হলেও তারা যে ভয় পায় না এবং সংগঠনকে আরো শক্তিশালী করে লড়াইয়ের প্রস্তুতিতে সোচ্চার হবেন এমনটা জানিয়েছেন। সেই সঙ্গে পুলিশ বাহিনীকে সংযত হওয়ার নির্দেশ দেওয়ার প্রিয়াঙ্কা রাজ্যপালকে ১৪পৃষ্ঠার একটি চিঠিও লেখেন।
যোগীর গেরুয়া বস্ত্র এবং তার নীতিতে যে বিস্তর ফারাক আছে এই বিষয়ে তিনি যোগী কে নিশানা করে বলেছেন, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী গেরুয়া বস্ত্র ধারণ করেছেন, যা হিন্দু ধর্মের আধ্যাত্মিক চিহ্নকে প্রকাশ করে, কিন্তু তিনি জনতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। যে হিংসা, বদলা, বিদ্বেষের কথা বলেন এদেশের আত্মায় এমন মানুষের কোন জায়গা নেই। যোগী এর পাল্টা উত্তর দিয়ে বলেছেন – পারিবারিক সূত্রে রাজনৈতিক ক্ষমতায় এসেছেন প্রিয়ঙ্কা গাঁধী। তাঁর পক্ষে সন্ন্যাসীর জনসেবার অর্থ বোঝা সম্ভব নয়।
আরও পড়ুন : ভারতীয় নৌবাহিনীতে নিষিদ্ধ হল স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া ব্যবহার
২০২২ এ বিধানসভায় কংগ্রেস যদি একলা চলার নীতি নেয় তাহলে মুখ্যমন্ত্রীর পদের জন্য স্পষ্ট হচ্ছেন প্রিয়ঙ্কা গাঁধী। প্রিয়ঙ্কা গাঁধীকে সোচ্চার হতে দেখে মায়াবতী, অখিলেশও এখন সরব হচ্ছেন। অখিলেশ সাংবাদিক সম্মেলন করেছেন এবং মায়াবতী রাজ্যপালের কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।