সরকারি কর্মীদের জন্য আসন্ন মাসগুলি যেন উৎসব আর বিশ্রামের এক মিশেল। অগস্ট থেকে অক্টোবর—টানা ছুটির দৌলতে কাজের চাপের মাঝে খানিকটা রিল্যাক্সেশন মিলবে বহুদিন পর। অনেকেই ইতিমধ্যেই প্ল্যান করতে শুরু করেছেন কাছেপিঠে ঘুরতে যাওয়ার জন্য।
আগস্টে ছুটি ছড়িয়ে ছিটিয়ে
জুলাই মাসে বিশেষ কোনও উল্লেখযোগ্য সরকারি ছুটি ছিল না, যা নিয়ে অনেক কর্মীরই ক্ষোভ ছিল। তবে অগস্ট মাসে সেই ক্ষোভ উধাও হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।
আগামী ৯ অগস্ট (শনিবার) রাখি পূর্ণিমা। যদিও শনিবার ছুটির দিন হওয়ায় আলাদা করে ছুটি পাওয়া যাবে না। তবে ১৫ অগস্ট (স্বাধীনতা দিবস) পড়েছে শুক্রবারে, ফলে সেদিন তো ছুটি থাকছেই। পরদিন ১৬ অগস্ট শনিবার পড়েছে জন্মাষ্টমী, ফলে সরকারি ছুটি পাওয়া যাবে ওই দিনও। আর ১৭ অগস্ট রবিবার—অর্থাৎ টানা তিন দিন ছুটি।
এই টানা ছুটিকে কাজে লাগিয়ে শহরের কোলাহল থেকে সাময়িক মুক্তি নেওয়া যেতেই পারে।
পুজোর আগে ছুটি-উৎসব
এই বছর দুর্গাপুজো শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর থেকে। তবে শোনা যাচ্ছে, রাজ্য সরকারি কর্মচারীরা ছুটি পেতে পারেন ২৬ সেপ্টেম্বর (চতুর্থী) থেকেই।
২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে ৮ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে টানা ছুটি। সপ্তমী, অষ্টমী, নবমী, বিজয়া দশমী, কোজাগরী লক্ষ্মীপুজো—সব মিলিয়ে প্রায় ১২ দিন ছুটির সম্ভাবনা।
কালীপুজো ও ভাইফোঁটাতেও লম্বা ছুটি
এই বছর কালীপুজো পড়েছে ২০ অক্টোবর, আর ভাইফোঁটা ২৩ অক্টোবর। এই সময়েও কর্মীদের জন্য এক সপ্তাহের মতো লম্বা ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে।
রবিবারে পড়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ছুটি
চলতি বছর ৮টি সরকারি ছুটি রবিবারে পড়েছে, যার মধ্যে কয়েকটি ইতিমধ্যেই কেটে গিয়েছে। আগামী বছর ২০২৫-তেও মহরম (৬ জুলাই), রাখিপূর্ণিমা (৯ অগস্ট), মহালয়া এবং মহাষষ্ঠী—সবই রবিবারে পড়ায় কর্মীদের বাড়তি কোনও ছুটি মিলবে না।
প্রশ্নোত্তর (FAQ):
১. ২০২৪ সালের আগস্ট মাসে ক’দিন সরকারি ছুটি পাওয়া যাবে?
আগস্টে স্বাধীনতা দিবস, জন্মাষ্টমী সহ তিন দিনের টানা ছুটির সম্ভাবনা রয়েছে।
২. দুর্গাপুজোয় কবে থেকে সরকারি কর্মীরা ছুটি পাবেন?
২৬ সেপ্টেম্বর (চতুর্থী) থেকে ছুটি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩. কালীপুজো ও ভাইফোঁটায় কত দিনের ছুটি পাওয়া যাবে?
২০ থেকে ২৩ অক্টোবরের মধ্যে টানা এক সপ্তাহ ছুটির সম্ভাবনা রয়েছে।
৪. এ বছর কতগুলি সরকারি ছুটি রবিবারে পড়েছে?
চলতি বছরে মোট ৮টি সরকারি ছুটি রবিবারে পড়েছে।
৫. আগস্ট মাসে রাখি পূর্ণিমার দিন কি ছুটি থাকবে?
রাখি পূর্ণিমা পড়েছে শনিবারে, ফলে আলাদা করে সরকারি ছুটি নাও থাকতে পারে।














