ডিএ নিয়ে টানাপোড়েন যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। আজ ৪ অগস্ট, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। রাজ্য সরকারের দেরি ও টালবাহানায় ক্ষুব্ধ সরকারি কর্মীরা এখন তাকিয়ে রয়েছেন শীর্ষ আদালতের নির্দেশের দিকে।
মে মাসে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছিল—৬ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে ২৫% হারে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে গেলেও নির্দেশ পালন করেনি রাজ্য সরকার। বরং সময়সীমার শেষ দিনেই সুপ্রিম কোর্টে একটি নতুন মামলা দায়ের করে রাজ্য, যেখানে আরও ৬ মাস সময় চাওয়া হয়। আজ সেই মামলারই শুনানি।
আজকের শুনানিতে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি পিকে মিশ্রর ডিভিশন বেঞ্চ এই মামলার নিষ্পত্তি করবেন। আদালত অবমাননার অভিযোগে দায়ের হওয়া আরেকটি মামলাও আজ শুনানির তালিকায় রয়েছে।
বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পান। যদিও কেন্দ্রীয় কর্মীরা পান ৫৫ শতাংশ হারে। কেন্দ্র ও রাজ্যের ডিএ ব্যবধান দাঁড়িয়েছে প্রায় ৩৭ শতাংশ। রাজ্য সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রের সঙ্গে সমান হারে ডিএ দেওয়া হোক।
রাজ্য বাজেটের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হবে। তবে সরকারি কর্মীদের একাংশ মনে করছেন, এটি যথেষ্ট নয়। বিশেষত যখন মূল্যবৃদ্ধির ধাক্কায় সংসার চালানো কঠিন হয়ে উঠছে, তখন দীর্ঘদিন ধরে বকেয়া ডিএ পাওয়া তাঁদের অধিকার।
রাজ্যের যুক্তি, এত বিপুল পরিমাণ অর্থ জোগাড় করার ক্ষমতা নেই সরকারের। রাজ্য জানিয়েছে, ২৫% বকেয়া ডিএ মেটাতে প্রায় ১০ হাজার ৪২৫ কোটি টাকা লাগবে। আর সম্পূর্ণ বকেয়া মেটাতে প্রয়োজন প্রায় ৪০ হাজার কোটি টাকা। অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও খরচ হবে প্রায় ১১ হাজার কোটি টাকা।
রাজ্য সরকার বলেছে, কেন্দ্র এখনও রাজ্যের বকেয়া ফান্ড ছাড়েনি, যার ফলে তারা অর্থনৈতিক সংকটে পড়েছে। এই পরিস্থিতিতে ডিএ মেটানো সম্ভব নয় বলেই দাবি করেছে রাজ্য।
এখন প্রশ্ন হল, সুপ্রিম কোর্ট কি রাজ্য সরকারকে আরও ৬ মাস সময় দেবে? নাকি দ্রুত বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেবে? পাশাপাশি আদালত অবমাননার মামলায় কী রায় দেয় শীর্ষ আদালত, সেটাও চোখে রাখার বিষয়।
প্রশ্নোত্তর (FAQ)
১. আজ কোন মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে?
রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার শুনানি রয়েছে, যেখানে রাজ্য সরকার আরও ৬ মাস সময় চেয়েছে।
২. সুপ্রিম কোর্ট এর আগে কী নির্দেশ দিয়েছিল?
মে মাসে আদালত ৬ সপ্তাহের মধ্যে ২৫% হারে বকেয়া ডিএ দেওয়ার নির্দেশ দেয় রাজ্য সরকারকে।
৩. রাজ্য সরকার কেন ডিএ দিতে পারছে না?
সরকারের দাবি, কেন্দ্র থেকে বকেয়া অর্থ না পাওয়ায় ও আর্থিক সংকটের কারণে তারা ডিএ মেটাতে পারছে না।
৪. রাজ্য ও কেন্দ্রের ডিএ-র ব্যবধান কত?
রাজ্য সরকারি কর্মীরা পান ১৮% ডিএ, আর কেন্দ্রীয় কর্মীরা পান ৫৫%, ব্যবধান ৩৭%।
৫. যদি সুপ্রিম কোর্ট সময় না দেয়, তবে কী হতে পারে?
রাজ্যকে দ্রুত ডিএ মেটাতে নির্দেশ দেওয়া হতে পারে, এবং আদালত অবমাননার মামলায় কড়া অবস্থান নেওয়া হতে পারে।














