রেল সুরক্ষা বাহিনীর নাম পরিবর্তন, দেওয়া হলো ‘গ্রুপ এ’ পদমর্যাদা
সোমবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, মন্ত্রণালয় আরপিএফ-কে সংগঠিত গ্রুপ ‘এ’ পদমর্যাদা দিয়েছে এবং এর নতুন নামকরণ করেছে। জানা গেছে, রেলওয়ে বোর্ড তাদের সুরক্ষা বাহিনী রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ) এর নাম পরিবর্তন হয়েছে। আগের আরপিএফ নাম পরিবর্তন করে এখন ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস বা আইআরপিএফএস। ভারতীয় সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আরপিএফ-কে এই স্ট্যাটাস প্রদান ও নাম পরিবর্তনের নির্দেশিকা জারি করে সোমবার।
‘সম্মানীয় আদালতের রায়কে মর্যাদা দিয়ে আরপিএফ-কে গ্রুপ ‘এ’ স্ট্যাটাস দেওয়ার বিষয়টি ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আরপিএফ-এর নাম পরিবর্তন করে ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস রাখা হয়েছে।’ এমনই জানানো হয়েছে ওই নির্দেশিকায়। অন্যান্য সরকারি সুরক্ষা বাহিনীর সঙ্গে আর্থিক বৈষম্যের সামঞ্জস্য আনতে গত জুলাইয়ে আরপিএফ-কে গ্রুপ ‘এ’ পদমর্যাদায় উন্নীত করার বিষয়টি ক্যাবিনেটে পাস হয়।
আরও পড়ুন : নতুন বছরে চন্দ্রায়ণ-৩ চাঁদে অবতরণ করবে ভারত, জানাল কেন্দ্র সরকার
সূত্রের খবর, সরকার অ-কার্যকরী আপগ্রেডেশন অনুদানের ক্ষেত্রে “সর্বোচ্চ অগ্রাধিকার” দেবে। যার ফলে আইআরপিএফএস কর্মীরা দারুণ ভাবে উপকৃত হবেন বলে জানা গেছে।