Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ প্রত্যাখ্যান কেন্দ্রের, মমতা বললেন ‘বাংলার অপমান’

যেহেতু তারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার আবেদন খারিজ করেছে কেন্দ্রীয় সরকার এমনটাই অভিযোগ রাজ্য তৃণমূল সরকারের। এতে প্রতিবাদী রাজ্যবাসীকে অপমান করারও অভিযোগ…

Avatar

যেহেতু তারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তাই প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার আবেদন খারিজ করেছে কেন্দ্রীয় সরকার এমনটাই অভিযোগ রাজ্য তৃণমূল সরকারের। এতে প্রতিবাদী রাজ্যবাসীকে অপমান করারও অভিযোগ এনেছে তারা।

পশ্চিমবঙ্গ সংসদ মন্ত্রী তাপস রায় সংবাদ মাধ্যমকে বলেন, “যেহেতু পশ্চিমবঙ্গ থেকে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়েছে, তাই কেন্দ্র তাদের আবেদন খারিজ করেছে। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও তাদের কুচকাওয়াজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এই ব্যবহারের যোগ্য জবাব তারা অবশ্যই পাবে।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পাকিস্তান বাদে বাকী ৫ প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে ফোন, নববর্ষের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদী

তবে সমস্ত অভিযোগ উড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, “রাজ্য সরকার সঠিক ভাবে নিয়মগুলি পালন করেননি। যেহেতু অন্যান্য রাজ্যগুলি ঠিকঠাক পদ্ধতি অনুসরণ করেছে তাই তাদের আবেদন গ্রাহ্য হয়েছে। সমস্ত বিষয়ে তৃণমূলের রাজনৈতিক ইস্যু বানানো বন্ধ করা উচিত।”

এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করার জন্য মোট ৫৬টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে ১৬ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এবং ৬টি মন্ত্রক/বিভাগের আবেদন তালিকাভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গের আবেদনটি একটি বিশেষজ্ঞ কমিটির পর্যবেক্ষণের পর খারিজ হয়েছে বলা জানা গেছে।

About Author