কেন্দ্রের নতুন আইন সিএএ এবং এনআরসির বিরোধীতায় নেমেছে দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই দুটি আইনের বিরোধী এবং তিনি লাগাতার তার কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। শুক্রবার তিনি রানী রাসমনি রোড থেকে ছাত্র সমাজকে কর্মসূচি শুরুর পরামর্শ দিয়েছেন।উপস্থিত থাকবেন দলের অন্যান্য নেতা নেত্রীরাও।
তিনি কলকাতা, পুরুলিয়া, শিলিগুড়ির পর নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে এই আইন সংক্রান্ত বক্তব্য পেশ করতে গিয়ে বলেছেন, “তৃণমূল ছাত্র পরিষদের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা এখন ভোটার তালিকা সংশোধনের কাজে ব্যস্ত। সে কাজ চলবে এছাড়াও নাগরিকত্ব আইনের প্রতিবাদে আন্দোলনও অস্থায়ী থাকবে।’’
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ‘বোমা’ এবং ‘মমতাকে’ নিয়ে কটাক্ষ মুকুল রায়ের
প্রসঙ্গত উল্লেখ্য, যে জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলি যেভাবে নাগরিকত্ব আইনের বিরোধীতা করছে,ছাত্র সমাজ যেভাবে আইন গুলির বিরুদ্ধে রুখে দাড়িয়েছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি ছাত্রদের পাশে আছেন এবং তাদের সম্পূর্ন সমর্থন করেন।
এই প্রসঙ্গে বলা যায় তৃনমুল, ছাত্র সমাজকে সঙ্গে নিয়ে তাদের প্রতিবাদ আরও একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। জেএনইউ-তে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের উপর হালমার ঘটনাকে তিব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবী জানিয়েছেন।তৃনমুল তার দলীয় ছাত্র সংগঠনকে বর্তমান ছাত্র সমাজের সঙ্গে জুড়ে দিতে সক্রিয়। দু দফার বৃষ্টিকে উপেক্ষা করে গত বৃহস্পতিবার প্রায় পাঁচ কিলোমিটার পথ হেটেছেন মুখ্যমন্ত্রী ও তার দল।মিছিল পথে একটি অ্যাম্বুলেন্স চলে আসায় তিনি রাস্তা ছেড়ে দাঁড়ান।