সংশোধিত নাগরিকত্ব আইন পাশ করার পর প্রথমবারের জন্য রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই আগমন ঘিরে ইতিমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে শহর জুড়ে। প্রধানমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানো হবে, তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে ইতিমধ্যেই ঘোষণা করেছে বাম কংগ্রেস জোট।
এই অবস্থায় রাজ্য সরকারের তরফে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর ভার পড়লো কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উপর। নবান্ন সূত্রে জানা গেছে, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাবেন ফিরহাদ হাকিম।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মুখোমুখি মমতা-জগদীপ, কফির আড্ডায় আমন্ত্রণ
আগামীকাল বিকেল পাঁচটার সময় প্রধানমন্ত্রীর বিমান অবতরণ করবে কলকাতায়। সেখানেই হাজির থাকবেন ফিরহাদ হাকিম। এদিকে প্রধানমন্ত্রী কলকাতায় এলে তাকে বিক্ষোভের মুখে পড়তে হতে পারে তাই তার বিশেষ নিরাপত্তা দল এসপিজি দুদিন আগে থেকেই কলকাতায় এসে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা ক্ষতিয়ে দেখছেন।
দফায় দফায় বৈঠক করেছেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে। কলকাতায় নেমে প্রধানমন্ত্রী প্রথমে যাবেন বিবাদীবাগে। সেখান থেকে তিনি যাবেন মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্ক হয়ে যাবেন বেলুর মঠে। সেখান থেকে ফিরবেন রাজভবনে, সেখানেই রাত কাটাবেন তিনি।
আরও পড়ুন : এপ্রিলের শুরুতেই জনগণনা শুরু
সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বাম কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হবে, গো ব্যাক স্লোগান দেওয়া হবে একথা আগেই ঘোষণা করা হয়েছে। তাই তার নিরাপত্তার দিক থেকে কোনো ত্রুটি রাখছে না এসপিজি এবং কলকাতা পুলিশের বিশেষ বাহিনী। সূত্রের খবর মোদী মমতা বৈঠকও হতে পারে প্রধানমন্ত্রীর এই সফরে।