Today Trending Newsকলকাতাপলিটিক্স

বাম ছাত্রদের শান্ত থাকার অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী, শান্ত ভাবে প্রতিবাদ করার আবেদন করলেন

Advertisement

গতকাল কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী শহরে আসার আগে থেকেই তাকে গো ব্যাক ধ্বনি দিতে থাকে একাধিক বিরোধী দল। এর মধ্যেই প্রধানমন্ত্রী রাজভবনে মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করে, মিলেনিয়াম পার্কের অনুষ্ঠানে যোগদান করে বেলুড় মঠে পৌঁছে যান। এদিকে বাম ছাত্র সংগঠন গুলি শনিবার শহর জুড়ে মিছিলের আয়োজন করে। মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান চলাকালীন বাম ছাত্র সংগঠনের মিছিল ধর্মতলায় আসলে সেখানে ধর্ণায় বসা তৃণমূল ছাত্র পরিষদের সাথে তারা ঝামেলায় জড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিলে তাদের সাথে খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায় বাম ছাত্র সংগঠনের। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর মিলেনিয়াম পার্কের অনুষ্ঠান ছেড়ে তড়িঘড়ি রাণি রাসমণি রোডের ধর্ণা মঞ্চে হাজির হন এবং সকলকে শান্ত ভাবে মিছিল করার আবেদন করেন।

আরও পড়ুন : রিচার্জের থেকেও কম টাকায় ফোন আনছে জিও, থাকছে ফ্রী কলের সুবিধা

বাম ছাত্র সংগঠনের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সবাই এখানে একই ইস্যু নিয়ে প্রতিবাদ করছি। আমি আপনাদের সবার সাথে আছি, আপনারা এমন আচরণ করবেন না। পুলিশ আপনাদের কিছু করবে না। এটি আমাদের পুলিশ বাহিনী, দিল্লি পুলিশ নয়। আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি। আমরা যদি একত্রিত হয়ে যাই তবে কেউই এই আন্দোলন থামাতে পারবে না।’ কিন্তু বাম ছাত্র সংগঠনের শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রীর এই আবেদন প্রত্যাহার করে।

আরও পড়ুন : বেশি দিন ইন্টারনেট ব্যাবহার করতে চান, এই প্ল্যান গুলি সমন্ধে জানুন

বাম ছাত্ররা একথা শুনতে অস্বীকার করার পর এবং মঞ্চের কাছাকাছি ভিড় করার পর মুখ্যমন্ত্রী তাদের উদ্যেশ্যে বলেন, ‘আমি আপনাদের শান্তি বজায় রাখতে আবেদন করেছি, কিন্তু আপনারা তা মানছেন না। তবে দেখুন, এরপর যদি আমার উপর আক্রমণ করা হয় তবে আমাদের ছেলেরাও প্রতিরোধী হয়ে উঠবে। সেই পরিস্থিতি এড়ানো উচিত। এখানে সকলে শান্তভাবে প্রতিবাদ করুন।’ এরপরে তিনি টিএমসিপি কর্মীদের তাদের স্লোগান পুনরায় শুরু করার অনুরোধ করেছিলেন। কিছু সময় পরে পরিস্থিতি শান্ত হয়ে যায় এবং বামপন্থী শিক্ষার্থীরা ঘটনাস্থল ত্যাগ করে।

Related Articles

Back to top button