Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাকিস্তানের সেনাবাহিনীর গোলাবর্ষণ, এক নাগরিকের মাথা ও দেহ ছিন্নভিন্ন

Updated :  Monday, January 13, 2020 2:29 PM

অতীতে ভারতীয় সেনা জওয়ানের মাথা কেটে নিয়েছিল পাকিস্তান, আরও একবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল শুক্রবার। তবে এবার ভারতীয় সেনা জওয়ান নয় এক সাধারণ নাগরিকের মাথা কেটে নিল পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম।

শুক্রবার পুঞ্চ জেলার সীমান্তে একটি দল সেনাবাহিনীর মালপত্র বয়ে নিয়ে যাওয়ার সময় পাকিস্তান সেনা জওয়ান সেই দলকে উদ্দেশ্য করে গোলা বর্ষণ করে। এই হামলায় দুজন সাধারণ নাগরিকের মৃত্যু হয় এবং তিন জন নাগরিক জখম হন। মৃত দুজন হলেন ২৮ বছর বয়সী মহম্মদ আসলাম এবং ২৩ বছর বয়সী আলতাফ হুসেইন। মৃত দুই ভারতীয় নাগরিক গুলপুর সেক্টরের কাসালিয়ান গ্রামের বাসিন্দা। মহম্মদ আসলাম এর দেহ উদ্ধার করা হলেও তার মাথা পাওয়া যায়নি, দেহের বিভিন্ন অংশে ক্ষতচিহ্ন দেখা গেছে।

আরও পড়ুন : দেশের সুরক্ষা মজবুত করা হচ্ছে, ২০০ টি যুদ্ধবিমান কিনল ভারত

সেনাপ্রধান এম এম নারাভানে বলেছেন ভারতীয় সেনাবাহিনী পেশাদার সেনাবাহিনী,তারা নীতি অনুযায়ী কাজ করে,বর্বর আচরন করে না এবং এই ঘটনার জবাব যে দেওয়া হবে সামরিক পথেই এই বার্তাও তিনি দিয়েছেন।