Today Trending Newsদেশনিউজ

কমলো পেঁয়াজের দাম, ২২ টাকা প্রতি কেজি দরে বিক্রি হবে পেঁয়াজ

Advertisement

কেন্দ্রীয় সরকার মঙ্গলবার জানিয়েছে পেঁয়াজের দাম কমে ২২ টাকা প্রতি কেজিতে হবে। মুদ্রাস্ফীতি বেড়ে ৭.৩৫% হয়েছে এই খবর আসার ঠিক একদিন পরেই সরকারের তরফে হলো এই ঘোষণা। উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসওয়ান মঙ্গলবার বলেন, ‘প্রায় ১৮,০০০ টন পেঁয়াজ এখন আমদানি করা হয়েছে, তবে সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও মাত্র ২০০০ টন পেঁয়াজ এখনো পর্যন্ত বিক্রি করা সম্ভব হয়েছে। সরকার এখন ২২ টাকা প্রতি কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে।’

কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘কেন্দ্র আমদানি করা পেঁয়াজ প্রতি কেজি গড়ে ৫৫ টাকায় বিক্রি করছে ইমপোর্ট খরচ বাদে, তা সত্ত্বেও রাজ্য সরকারগুলি এটি কিনতে এবং তাদের রাজ্যে বিক্রি করতে এগিয়ে আসছে না।’ আমদানি সত্ত্বেও কেন দাম এখনও বেশি, এই প্রশ্নের জবাবে রামবিলাস পাসওয়ান বলেন, ‘আমরা তো আমদানি করলাম পেঁয়াজ, কিন্তু রাজ্য সরকার যদি আমদানি করা পেঁয়াজ নিতে রাজি না হয়, তবে আমরা কী করতে পারি?’

আরও পড়ুন : কাশ্মীরে আজ আংশিকভাবে চালু ইন্টারনেট পরিষেবা, তবে নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া

গত বছর, বেশিরভাগ শহরে পেঁয়াজের দাম ১০০ টাকা প্রতি কেজি দাম ছাড়িয়ে গেছিলো, সেই পেঁয়াজ এখন ২২ টাকা প্রতি কেজি দরে পাওয়া গেলে সাধারণ মানুষ যে উপকৃত হবেন সে কথা বলাই বাহুল্য। সরকারের এক উচ্চপদস্থ কর্তা বলছেন, ‘আমদানি করা পেঁয়াজ আসতে শুরু করেছে। ইতিমধ্যেই ১,১৬০ টন পেঁয়াজ ভারতে পৌঁছেছে। পরের ৩-৪ দিনের মধ্যে অতিরিক্ত ১০,৫৬০ টন পেঁয়াজ চলে আসবে বলেই মনে করা হচ্ছে।’

এখনও পর্যন্ত অন্ধ্র প্রদেশ, কেরল, তেলঙ্গানা, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গ সরকার আমদানি করা পেঁয়াজ নিয়েছে। অনেক রাজ্য আমদানি করা পেঁয়াজ নেবে বলেও জানিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, আমদানিকৃত পেঁয়াজের স্বাদ স্বজাতীয় পেঁয়াজের থেকে আলাদা এবং দেশীয় পেঁয়াজ বাজারে একই দামে পাওয়া গেলে ক্রেতারা খুচরো বাজারে আমদানি করা পেঁয়াজ কিনছেন না।

Related Articles

Back to top button