নির্ভয়া কাণ্ডে দোষীদের পিছিয়ে গেল ফাঁসির তারিখ, রায় দিল্লি হাইকোর্টের
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাজধানী দিল্লিতে কুড়ি বছরের এক তরুণীর উপর যে নৃশংস অত্যাচার করে গনধর্ষণ করা হয়েছিল, সেই ঘটনাটি আজও মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে। সেই নির্ভয়া কাণ্ডের দোষীদের অবশেষে ফাঁসি দেওয়া হচ্ছিল ২২ জানুয়ারি কিন্তু দিল্লি হাইকোর্টের রায়ে ২২ জানুয়ারি দোষীদের দেওয়া যাবে না ফাঁসি।
৭ জানুয়ারি নির্ভয়া কান্ডের চারজন দোষী অক্ষয় ঠাকুর, মুকেশ সিং, পবন গুপ্ত এবং বিনয় শর্মাকে সকাল সাতটায় ফাঁসির নির্দেশ দেওয়া হয়। তিহার জেলে ফাঁসির প্রস্তুতিও নেওয়া হয়ে গেছিল কিন্তু বুধবার দিল্লি হাইকোর্ট প্রদত্ত রায় অপ্রত্যাশিত সকলের কাছেই।
আরও পড়ুন : ভারতে আসতে পারেন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান
দিল্লি হাইকোর্ট জানিয়েছে দোষীদের কমপক্ষে ১৪ দিন সময় দিতে হবে। দিল্লির বিশেষ আদালতে এই চারজন দোষীর ফাঁসির সাজা ঘোষণা করা হলে তারা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আবেদন জানায়। সুপ্রিম কোর্ট এই আবেদন খারিজ করে দেওয়ার পর দিল্লি হাইকোর্টের নিম্ন আদালতের দ্বারস্থ হয়ে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের করে মুকেশ সিং। আজ সেই মামলার রায় জানিয়ে ২২ শে জানুয়ারি দোষীদের ফাঁসি দেওয়া যাবে না বলে জানালো দিল্লি হাইকোর্ট।