ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

ডেবিট ও ক্রেডিট কার্ডে নতুন নিয়ম আনল রিজার্ভ ব্যাংক

Advertisement

ব্যবহারকারীর সুবিধার্থে এবং কার্ডের লেনদেনের সুরক্ষা বাড়ানোর জন্য বুধবার ভারতীয় রিজার্ভ ব্যাংক ক্রেডিট এবং ডেবিট কার্ডের জন্য নতুন নিয়ম জারি করেছে। ব্যাংক একটি বিবৃতিতে বলেছে যে, কয়েক বছর ধরে কার্ডের মাধ্যমে লেনদেনের পরিমাণ বহুগুণে বেড়েছে। সুতরাং, ব্যবহারকারীর সুবিধার্থে উন্নতি করতে এবং কার্ডের লেনদেনের সুরক্ষা বাড়ানোর জন্য, নতুন নিয়ম জারি করা হলো। নতুন এই নিয়ম গুলি ১৬ই মার্চ, ২০২০ থেকে কার্যকর হবে।

নতুন নিয়ম গুলি জেনে নিন:

আরও পড়ুন : দু’দিন ধর্মঘটের ডাক ব্যাংক সংগঠনগুলির, বন্ধ থাকবে এটিএম-ও

১. রিজার্ভ ব্যাংক ব্যাংকগুলিকে নতুন কার্ড প্রদান বা পুনঃপ্রদানের সময় সেগুলিকে প্রাথমিক ভাবে ভারতের মধ্যের এটিএম এবং পিওএস টার্মিনালগুলিতে ব্যবহারের সুযোগ দিতে হবে বলে জানিয়েছে। পরে গ্রাহকদের চাহিদামতো সেটিকে অনলাইন লেনদেন, ইন্টারন্যাশনাল লেনদনের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

২. আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, কনট্যাক্টলেস লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা পৃথকভাবে তাদের কার্ডে পরিষেবা সেট আপ করতে পারবে।

৪. ইতিমধ্যে ইস্যু করা কার্ডগুলি যা কখনো অনলাইন লেনদেন, আন্তর্জাতিক লেনদেন বা কনট্যাক্টলেস লেনদেনের জন্য ব্যবহার করা হয়নি সেই কার্ড গুলিতে বাধ্যতামূলকভাবে ওই পরিষেবা বন্ধ করে দিতে হবে। পরে যদিও এই সমস্ত পরিষেবা আবার চালু করা যাবে।

৫. মোবাইল অ্যাপ্লিকেশন, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম, ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্স (আইভিআর) এর মাধ্যমে সমস্ত লেনদেনের সীমা পরিবর্তন চালু বা বন্ধ ২৪ ঘন্টাই করতে পারবে।

Related Articles

Back to top button