কয়েক সপ্তাহ টানা বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। গত কয়েকদিনের মতো আজও অনেকটাই কমলো সোনার দাম। আজ ভারতে সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.২৫% কমে হয়েছে ৩৯,৭১০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও কমেছে উল্লেখযোগ্য ভাবে। প্রতি কেজি রুপোর দাম ০.০৪% কমে হয়েছে ৪৬,৩৭২ টাকা। গত সপ্তাহে ইরান আমেরিকার মধ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে গত কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত বাড়ছিল সোনার দাম।
এই সপ্তাহের শুরু থেকেই আবার কমতে শুরু করেছে সোনার দাম। গত সপ্তাহে যেখানে সোনার দাম ছিল প্রতি ১০ গ্রামে ৪১,৩০০ টাকা, সেখানে আজ সোনার দাম ৩৯,৭১০ টাকা। সোনার দাম টানা কমার ফলে বিবাহের মরসুমে হাসি ফুটবে স্বর্নকারদের মুখে। সোনার ক্রমাগত বাড়ার ফলে যথেষ্টই চিন্তায় ছিলেন তারা। আগের বিয়ের মরসুমে সোনার দাম ওঠানামা করলেও এতটা দাম বাড়েনি, ফলে কেনাকাটা ভালোই হয়েছিল। কিন্তু ইরানে মার্কিন আক্রমণে ইরানি জেনারেল কাসেম সোলেমানির মৃত্যুর পরে সোনার দাম হু হু করে বাড়তে থাকে।
আরও পড়ুন : আগামী ৪৮ ঘণ্টায় ফের আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস
এরপরই আবার সোনার দাম কমে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটবে সেকথা বলাই যায়। এদিকে কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করে বলেছে, এবার থেকে সোনার গয়নায় হলমার্কিং করা বাধ্যতামূলক। ব্যবসায়ীদের এক বছর সময় দেওয়া হয়েছে তাদের হলমার্কিং না করা গয়নার স্টক খালি করার জন্য। গতকাল থেকেই এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
সস্তায় সোনা কিনতে ক্লিক করুন এখানে (CLICK HERE)