নির্ভয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের ফাঁসি পিছানোর জন্য এবার অরবিন্দ কেজরিওয়াল সরকারকে দায়ী করলেন নির্ভয়ার বাবা মা। দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট আগামী ২২ জানুয়ারি নির্ভয়ার চার অভিযুক্তকে ফাঁসির আদেশ শুনিয়েছিল, কিন্তু এক দোষী মুকেশ সিং এর রাষ্ট্রপতির কাছে ফাঁসি রদের আবেদন জানিয়েছিল, সেটি রাষ্ট্রপতির কাছে থেকে এখন কোনো উত্তর আসেনি। আর রাষ্ট্রপতি ফাঁসি রদের আবেদন মঞ্জুর না করলেও সুপ্রীম কোর্টের গাইডলাইন মেনে ১৪ দিন পরই ফাঁসি দেওয়া সম্ভব। ফলে আগামী ২২ তারিখ ফাঁসি দেওয়া সম্ভব না বলে জানায় দিল্লি সরকার।
এরপরই নির্ভয়ার বাবা মা দিল্লি সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। নির্ভয়ার বাবা বলেছেন, ‘আমরা লড়াই শুরু না করা পর্যন্ত দিল্লি সরকার ঘুমিয়ে ছিল। দু’বছর ধরে তারা কারা কর্তৃপক্ষকে জানায়নি যে তাদেরও অধিকার রয়েছে এবং তাদের বন্দীদের দিকে নজর রাখা উচিত। আজ, আমরা এমন এক পর্যায়ে এসেছি যখন দোষীদের শীঘ্রই যে কোনও সময় ফাঁসি দেওয়া হবে কিন্তু এই পরিস্থিতিতে দিল্লি সরকার নির্ভয়ার অভিযুক্তদের সাহায্য করছে।’
আরও পড়ুন : আমাদের পুলিশ দিন, আমরা দোষীদের দুই দিনের মধ্যে ফাঁসি দেব
তিনি দিল্লির উপ মুখ্যমন্ত্রী তিনি মণীশ সিসোদিয়ার বিরুদ্ধেও অভিযোগ করেছিলেন এবং বলেছিলেন যে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী নির্ভয়াকে ব্যক্তিগত লাভের জন্য ব্যবহার করছেন। নির্ভয়ার বাবা আরও বলেন, ‘কেন কেজরিওয়াল মহিলাদের সুরক্ষা সম্পর্কে কথা বলেন? কেন্দ্রীয় সরকারের এই কেসে আর কোনও ভূমিকা নেই। এটি এখন দিল্লি সরকারের দায়িত্ব এবং কেজরিওয়াল আমার মেয়ের মৃত্যু নিয়ে খেলছেন। আমি জনগণের কাছে আবেদন করতে এবং তাদেরকে জিজ্ঞাসা করতে চাই নির্ভয়ার পক্ষে বিচারে কেন বিলম্ব হচ্ছে? নির্বাচনের আগ পর্যন্ত যদি এ বিষয়ে কোনও সিদ্ধান্ত না নেওয়া হয় তবে এর জন্য কেজরিওয়াল দায়ী থাকবেন।’