শুক্রবার কেন্দ্রের ডাকা এম্পিয়ার সংক্রান্ত বৈঠকে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইই, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং অন্যান্য আধিকারিকরা। এই বছর এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত NPR এর কাজ চলবে। NPR সংক্রান্ত কর্মসূচি নিয়ে আজ প্রত্যেকটি রাজ্যের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য এই বৈঠকটি করা হচ্ছে, প্রতিটি রাজ্যের প্রতিনিধি তাদের মতামত তুলে ধরতে পারবেন, আবার সরাসরি কেন্দ্রীয় সচিব কে নিজেদের সমস্যার কথা জানাতে পারবেন রাজ্য আধিকারিকরা।
তবে এই বৈঠকে উপস্থিত থাকছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কোন প্রতিনিধিও উপস্থিত থাকছেন না এই বৈঠকে। যদিও শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্য সচিব ও অন্য পদস্থ আধিকারিকরা দিল্লিতেই উপস্থিত আছেন কিন্তু তা সত্বেও তারা NPR বৈঠকে অংশগ্রহণ করছেন না।
আরও পড়ুন : নির্ভয়া কান্ডের অন্যতম অভিযুক্ত মুকেশ সিং, প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির
বাংলার মুখ্যমন্ত্রী অবশ্য আগেই জানিয়েছিলেন এই কথা। ধর্মতলায় টিএমসিপির ধর্না মঞ্চে তিনি ঘোষণা করেছিলেন ১৭ ই জানুয়ারি কেন্দ্রের ডাকা বৈঠকে তিনি যাবেন না। অবশ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি রাজ্যে NPR হতে দেবেন না।
তবে এদিন কেন্দ্রের NPR সংক্রান্ত জারি করা বিজ্ঞপ্তিতে বাংলা ও কেরলকে স্থগিতাদেশ দিয়ে বাকি সব রাজ্যে NPR এর কাজ শুরু করার কথা জানানো হয়েছে। কেন্দ্রের ডাকা এই বৈঠকে বাংলার প্রতিনিধিদের অনুপস্থিতিকে কেন্দ্র করে এই ঘটনার সমালোচনা করছে তৃনমূল বিরোধী দলগুলি।