বৃহস্পতিবার আবার ক্ষমতায় এসেছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তারপরেই বিস্ফোরক মন্তব্য তার। হুঁশিয়ারি দিয়ে তিনি জানালেন আধার কার্ড, ভোটার কার্ড দিয়ে নাগরিকত্ব প্রমাণ করা যাবে না। প্রধানমন্ত্রী তিন-চার মাস সময় দেবেন এবং তার মধ্যেই সব প্রমাণ করতে হবে। হাওড়ায় বিজেপির অভিনন্দন যাত্রায় তিনি বলেন যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সকলকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে সে যে ধর্মেরই হোক না কেন।
এদিন হাওড়ায় সভায় তিনি বললেন এরা কারা? যাদের বাম আমলে রাস্তায় থালা বাটি নিয়ে বামেদের জন্য ঘুরে বেড়াতে দেখা যেত এখন তারা অন্যদিকে। বিজেপি বিরোধীদের তিনি নির্বোধ ও হাওয়ামোরগ বলেছেন। কয়েকদিন আগে তিনি মুখ্যমন্ত্রীরকে আক্রমণ করে বলেছিলেন তিনি পাকিস্তানের ভাষায় কথা বলেন, সবকিছুর বিরোধিতা করেন।
আরও পড়ুন : নির্ভয়ার অপরাধীদের ফাঁসি, নতুন করে ফাঁসির দিন ঘোষণা দিল্লি আদালতের
আবার গত কয়েকদিন আগে সিএএ বিরোধীদের গুলি করার মন্তব্যে বহু ভাবে সমালোচিত হয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী সিএএ প্রসঙ্গে বলেছিলেন তার বাবার জন্ম তারিখ তার মনে নেই। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যাদের মা-বাপের ঠিক নেই তাদের চিন্তা রয়েছে। তার এই কটাক্ষের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা তাপস রায় দিলীপ ঘোষকে পাল্টা জবাব দিয়ে বলেছেন বিজেপির সব কাগজপত্র ঠিক আছে তো, শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র।