Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বারবার মুক্তির আবেদন নির্ভয়াকান্ডের অপরাধীদের, পিছোতে পারে ফাঁসির দিন

Updated :  Saturday, January 18, 2020 7:36 PM

দিল্লীর পাটিয়ালা হাউস আদালত আগেই স্পষ্ট করেছিল নির্ভয়া গণধর্ষণ কান্ডের দোষীদের ২২ শে জানুয়ারী ফাঁসি হবে না।বিচারক সতীশ অরোরা ১ লা ফেব্রুয়ারীতে ফাঁসির রায় দেন।কিন্তু এরপরেও আরও একবার বাঁচার আবেদন করলো অন্যতম অভিযুক্ত পবন গুপ্তা।

তাতে বলেছে যে ২০১২ সালে সে “অপ্রাপ্তবয়স্ক” ছিল।নিজেকে নিরীহ দাবী করে এই আবেদন পেশ করে ওই অপরাধী। যেহেতু নাবালকের ফাঁসি বা দীর্ঘ কারাবাসের কোনও ধারা নেই ভারতীয় আইনে তাই মুক্তির আবেদন জানায় সে।ফলে সোমবার সকাল সাড়ে ১০ টায় শীর্ষ আদালতের বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চে শুনানি হবে।

আরও পড়ুন : আবারও শিরোনামে নন্দীগ্রাম, বিজেপির মিছিলকে ঘিরে উত্তেজনা এলাকায়

এর আগে চার অপরাধীর মধ্যে মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি শুক্রবার খারিজ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।এছাড়াও অন্য তিন জন-অক্ষয়, পবন, বিনয় এখনও কোনো আর্জি পেশ করেনি।

ফলে ১লা ফেব্রুয়ারীতে ফাঁসি নিয়ে আরও একবার অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।বারবার এই দিন বদলে নির্যাতিতার পরিবারের মনোবল হ্রাস পাচ্ছে।দৃষ্টান্তমূলক শাস্তির অভাবে বারবার ঘটে চলেছে ঘৃণ্য অপরাধ। নির্ভয়াকান্ডে অপরাধীদের ফাঁসির রায়ে খুশি হয়েছে গোটা দেশ। তবে অপরাধীদের পরপর এই মুক্তির আবেদনের ঘটনাকে অনেকেই একটি কৌশল মনে করছেন।