Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘স্বয়ং ভগবান এসে বললেও, আমি অপরাধীদের ক্ষমা করবো না”: নির্ভয়ার মা

দিল্লীর নির্ভয়াকান্ডে নির্যাতিতার মা কে উদ্দেশ্য করে উকিল ইন্দিরা জয়সিং টুইট করে বলেন চার অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য। এরপর প্রতিক্রিয়ায় শনিবার নির্যাতিতার মা বলেন, "স্বয়ং ভগবান এসে বললেও তিনি…

Avatar

দিল্লীর নির্ভয়াকান্ডে নির্যাতিতার মা কে উদ্দেশ্য করে উকিল ইন্দিরা জয়সিং টুইট করে বলেন চার অপরাধীকে ক্ষমা করে দেওয়ার জন্য। এরপর প্রতিক্রিয়ায় শনিবার নির্যাতিতার মা বলেন, “স্বয়ং ভগবান এসে বললেও তিনি অপরাধীদের ক্ষমা করবেন না।”

আইএএনএস এর সঙ্গে ফোনে কথা বলার সময় তিনি বলেন, “আমি ৭ বছর অপেক্ষা করেছি আমার মেয়ের অপরাধীদের ফাঁসির, এখন যদি ভগবান এসেও বলে তবু আমি ওদের ক্ষমা করবো না। জয়সিং এর মতো মহিলা এই সমাজের জন্য কলঙ্ক।”

ওই টুইটের উত্তরে তিনি আরও বলেন, “আমাকে ক্ষমা করার পরামর্শ দেওয়ার উনি কে।আমার সাথে ওনার কি সম্পর্ক। এইসব মানুষের সাথে কিছুই করার নেই। উনি অপরাধীদের আত্মীয় হতে পারেন তাই তাদের হয়ে কথা বলতে আসছেন। নারীজাতির জন্য তিনি লজ্জার। মানবাধিকারের নামে আসলে তিনি ব্যবসা চালাচ্ছেন।কোথায় তিনি সমাজকে বার্তা দেবেন তা না করে তিনি নিজের দায়িত্বের বিরুদ্ধে যাচ্ছেন।”

আরও পড়ুন : দিল্লির লড়াইয়ে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ, থাকছে চমক

প্রসঙ্গত ওইদিন সকালে এই উকিল নির্ভয়ার মা কে অনুরোধ করে বলেন, “আমি নির্ভয়ার মায়ের কষ্ট বুঝতে পারছি তবু আমি ওনাকে ইন্দিরা গান্ধীকে অনুসরণ করতে বলছি যিনি নলিনীকে মৃত্যুদণ্ড দিতে বারণ করেছিলেন। আমরা ওনার সাথে আছি কিন্তু মৃত্যদণ্ডের বিরুদ্ধে।”

অ্যাডিশনাল সেসন জাজ সতীশ অরোরা ওই চার অপরাধীকে ফাঁসির সাজা ঘোষণা করে। ১ লা ফেব্রুয়ারী সকাল ৬ টায় তাদের ফাঁসিতে ঝোলানো হবে বলে ঠিক হয়।

About Author