বিজেপির সর্বভারতীয় সভাপতির পদে বড়সড় রদবদল, আত্মপ্রকাশ এই বিজেপি নেতার
নয়া দিল্লি : বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে আজ শপথ নিতে চলেছেন জেপি নাড্ডা। আজ দিল্লিতে একটি অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে বিজেপির সভাপতিত্বের দায়িত্ব তুলে দেবেন সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহেরই উত্তরসূরি হচ্ছেন জেপি নাড্ডা। সূত্র মারফত জানা গিয়েছে আজ সকাল ১০.৩০ নাগাদ মনোনয়ন পেশ করবেন নাড্ডা। জেপি নাড্ডা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন বলেই ধরা হচ্ছে।
বিজেপি কেন্দ্রীয় সদর দফতরে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে দলের সকল কর্মী অংশ নেবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তৃতা দেবেন এবং তারা জেপি নাড্ডাকে শুভেচ্ছা জানবেন। এরপরই আনুষ্ঠানিকভাবে তার হাতে বিজেপির সভাপতিত্বের দায়িত্ব তুলে দেওয়া হবে।
আরও পড়ুন : ‘যারা বন্দে মাতরম বলবে না, তাদের ভারতে বাস করার কোন অধিকার নেই’ : কেন্দ্রীয় মন্ত্রী
সূত্র মারফত জানা যাচ্ছে যে, জেপি নাড্ডার নামটি দলের প্রাক্তন সভাপতি এবং সংসদীয় বোর্ডের সদস্য অমিত শাহ, রাজনাথ সিং এবং নীতিন গডকরি প্রস্তাব করবেন। বিজেপি জাতীয় কাউন্সিলের অন্য সদস্যরা এই প্রস্তাবকে সমর্থন করবেন। বিজেপি কেন্দ্রীয় নির্বাচন কমিটির প্রধান রাধা মোহন সিংহ এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন এই কথা।
বিজেপি সভাপতির পদে মনোনয়ন দাখিলের সময় সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত।মনোনয়ন যাচাই হবে রাত সাড়ে বারোটা থেকে দেড়টা এই সময়ে। প্রার্থী প্রত্যাহার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে করতে হবে। জেপি নাড্ডার যেহেতু একমাত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে তাই হয়তো মঙ্গলবার ভোটগ্রহণের দরকার নাও পড়তে পারে। বিজেপি আশাবাদী যে আজই নাড্ডাকে দলের প্রধান হিসাবে ঘোষণা করা হবে।