বর্তমানে মানুষ যত উন্নত প্রযুক্তির ব্যবহার শিখছে সেই সঙ্গে বাড়ছে প্রতারণা, জালিয়াতির মতো ঘটনা। অনলাইন ব্যাংকিং, এটিএম জালিয়াতি এমনকি LIC গ্রাহকদের থেকেও টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকেরা।
জীবন বীমার কথায় সবার প্রথমে নাম আসে LICI এর। বর্তমানে LIC প্রতারণার বিষয়ে তাদের আধিকারিকদের থেকে জানা গেছে যে, প্রতারক ব্যাক্তিরা ভুয়ো LICI আধিকারিক সেজে গ্রাহকদের ফোন করে ভুলভাল তথ্য প্রদান করে এছাড়াও পলিসি স্যারেন্ডার করতেও বাধ্য করে।
আরও পড়ুন : অর্থনীতি নিয়ে মানুষের মন থেকে সন্দেহের নিরসন ঘটাবে এই বাজেট
স্যারেন্ডারের পর বেশ ভালো অঙ্কের টাকা ফেরত পাওয়ার লোভ দেখিয়ে এবং তার অংশীদারিত্বের ব্যবস্থা করে তারা। এখানেই শেষ নয় আরও বেশি টাকা লাভের লোভ দেখিয়ে অন্য জায়গায় সেই টাকা ইনভেস্ট করতেও পরামর্শ দেওয়া হয়। এরফলে অর্থনৈতিক জালিয়াতির শিকার হয় গ্রাহকেরা।
এরকম কয়েকটি ঘটনা ঘটার পর LIC কর্তৃপক্ষ থেকে বারবার সাবধান করা হয়েছে গ্রাহকদের। তারা বলেছেন যে, তাদের সংস্থা কখনোই ফোন করে পলিসি স্যারেন্ডারের কথা বলে না। এরকম ভুয়ো ফোনে বিশ্বাস না করতে বলছেন তারা। যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তবে অফিশিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি অফিসে যোগাযোগ করার কথা বলা হয়েছে।