গত কয়েকদিন টানা দাম বাড়ার পর আবার নিম্নমুখী সোনার দাম। চারদিন বাড়ার পর বুধবার সোনার দাম সামান্য কমেছে কলকাতা সহ সারা দেশে। আজ সোনার দাম প্রতি ১০ গ্রামে ০.০৪ শতাংশ কমে হয়েছে ৩৯,৯৩১ টাকা। সোনার সাথে সাথে রুপোর দামও কমেছে অনেকটাই। রুপোর দাম ১ শতাংশ কমে প্রতি কেজির দাম হয়েছে ৪৬,২০৩ টাকা।
সারাদেশের মতো কলকাতাতেও দাম উল্লেখযোগ্য ভাবে দাম কমেছে সোনার। প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার বর্তমান দাম হয়েছে ৩৯,৩৯০ টাকা। শুধু ২২ ক্যারেট নয়, ২৪ ক্যারেট সোনার দামও কমেছে। ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রাম ৪০,৮০০ টাকা হয়েছে।
আরও পড়ুন : অর্থনীতি নিয়ে মানুষের মন থেকে সন্দেহের নিরসন ঘটাবে এই বাজেট
মধ্যপ্রাচ্যে ইরান মার্কিন যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হওয়ায় হঠাৎই সোনার দাম বাড়ছিল। তারপর সোনার দাম আবার কমতেও থাকে। কিন্তু হঠাৎ করেই আবার দাম বাড়ে। বিবাহের মরসুমে এভাবে সোনার দাম বাড়ায় ব্যবসায়ী থেকে সুরুবোৰে সাধারণ মানুষ যে চিন্তায় ছিলেন এই দাম কমার ফলে তা অনেকটা কমবে বলেই মনে করা হচ্ছে।