রান্নার গ্যাসের দাম বাড়ছে প্রতিনিয়ত। মধ্যবিত্ত বাড়িতে কপালে চিন্তার ভাজ। গত বছর ডিসেম্বরেই বেড়েছে রান্নার গ্যাসের দাম।
দেশের চারটি বড়ো শহর যথাক্রমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার রান্নার গ্যাসের দামের দিকে যদি নজর দেওয়া হয় তবে দেখা যাচ্ছে এক বিশাল দামের হেরফের। ভর্তুকিহীন এই রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে এই চারটি রাজ্যের মধ্যে সবথেকে শীর্ষস্থানে রয়েছে কলকাতা। কলকাতায় এই রান্নার গ্যাসের দাম সবথেকে বেশি।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : পরপর তিনদিন নিম্নমুখী সোনার দাম, মুখে হাসি সাধারন মানুষের
দিল্লিতে গ্যাসের দাম ৭১৪ টাকা, মুম্বাইতে ৬৮৪.৫০ টাকা, চেন্নাইতে ৭৩৪ টাকা এবং কলকাতাতে যার দাম ৭৪৭ টাকা। স্বভাবতই কলকাতার মধ্যবিত্ত পরিবারের রান্নাঘরের এই অত্যন্ত প্রয়োজনীয় জ্বালানির দামের জন্য রয়েছে যথেষ্ট উদ্বেগ। দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতার মধ্যে রান্নার গ্যাসের দামের ভিত্তিতে তাই কলকাতাই রয়েছে প্রথম সারিতে যা চিন্তার কারন হয়ে হানা দিচ্ছে মধ্যবিত্তের পকেটে।