Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ফাঁসি আটকানোর চেষ্টা, আবারও আদালতে নির্ভয়া কান্ডের অন্যতম অভিযুক্ত

Updated :  Monday, January 27, 2020 6:39 PM

নির্ভয়া কান্ডে মৃত্যুদণ্ডের সাজা পাওয়া অপরাধীরা ফাঁসি আটকানোর চেষ্টা করেই চলেছেন। রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আর্জি খারিজ হওয়ার পর এবার আদালতের দ্বারস্থ নির্ভয়া কান্ডে অন্যতম সাজাপ্রাপ্ত আসামী মুকেশ সিং। রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করায় তাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যান মুকেশ সিং-এর আইনজীবী।

নির্ভয়া কান্ডের অপরাধীদের আবেদন জরুরি ভিত্তিতে শোনার আবেদন জানান আদালতের কাছে। সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে জানান, আগামী ১ ফেব্রুয়ারি ফাঁসির সাজা দেওয়া হলে জরুরি ভিত্তিতে খতিয়ে দেখা হবে অপরাধীদের আবেদন। মুকেশ সিং-এর আইনজীবীর আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতি বোবদে বলেন, এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হবে নির্ভয়া কান্ডের অপরাধীদের আবেদন।

আরও পড়ুন : কেন্দ্রের নয়া আইন, শিক্ষা ব্যবস্থায় বড়সড় বদল

ফাঁসির সাজাপ্রাপ্ত অন্যতম অপরাধী মুকেশ সিং-এর আইনজীবী, ১ ফেব্রুয়ারি ফাঁসির সাজা কার্যকর করা থেকে বিরত থাকার আবেদন জানান। তাঁর দাবি, এত দ্রুত ফাঁসির সাজা কার্যকর করলে ন্যায় বিচার পাবে না অপরাধীরা। আগামী ১ ফেব্রুয়ারি, শনিবার ফাঁসির সাজা কার্যকর হবে মুকেশ সিং, বিনয় শর্মা, অক্ষয় সিং এবং পবন গুপ্তার।

অন্যদিকে, ফাঁসির সাজা আটকে দেওয়ার প্রচেষ্টাকে ব্যাহত করতে আদালতের দ্বারস্থ হয়েছে কেন্দ্র সরকারও। ফাঁসির সাজাপ্রাপ্ত আসামী কতবার আইনি সহায়তা পেতে পারে সে বিষয়ে গাইডলাইন স্থির করার আবেদন জানিয়েছে সরকার।