Today Trending Newsদেশনিউজ

প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন কেজরিওয়াল, পাকিস্তানের মন্ত্রীকে কড়া জবাব

Advertisement

আসন্ন দিল্লি নির্বাচনের আগে বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে তীব্র বিরোধিতা সত্ত্বেও প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন কেজরিওয়াল। অভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তানকে মন্তব্যের অধিকার যে ভারত দেয়নি তা স্পষ্ট জানিয়ে দিলেন কেজরিওয়াল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে মন্তব্য করেছিলেন পাকিস্তান ইতিমধ্যেই তিনবার ভারতের কাছে যুদ্ধে হেরেছে।

২০১৬ সালের বিমান হামলা এবং গতবছর বালাকোট হামলা ভারতীয় সেনাবাহিনী কে কত শক্তিশালী তারই প্রমাণ দিয়েছে পাকিস্তানকে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের আক্রমণে পাকিস্তানের মন্ত্রী ফাওয়াদ হুসেন মোদিকে আক্রমণ করে টুইট করেন ভারতবর্ষের অবশ্যই উচিত মোদিকে হারিয়ে দেওয়া, মোদির অদ্ভুত সব দাবি আসলে দিল্লি হারানোর ভয়ে। কাশ্মীর ইস্যুতে ভেতরের ও বাইরের চাপে ভারসাম্য হারিয়েছেন তিনি।

তবে পাকমন্ত্রীর এই আক্রমণের বিরুদ্ধে পাল্টা মন্তব্য করেছেন আম আদমি পার্টির প্রধান কেজরিওয়াল। তিনি বলেন নরেন্দ্র মোদী যেমন ভারতের প্রধানমন্ত্রী তেমনি তারও মন্ত্রী। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে সন্ত্রাসবাদের সমর্থকদের নাকক গলানো যে একেবারেই মেনে নেবে না ভারত তা স্পষ্ট জানিয়ে দেন কেজরিওয়াল, তিনি বলেন পাকিস্তান শত চেষ্টাতেও ভারতের ঐক্য নষ্ট করতে পারবে না।

Related Articles

Back to top button