ক্রিকেটখেলা

IND vs NZ: কাল ১১ জনের দলে থাকবেন এই তরুন ক্রিকেটার, জানালেন ভারতীয় অধিনায়ক

Advertisement

নিউজিল্যান্ড সফরে একদিনের সিরিজ থেকে চোটের জন্য বাদ পড়েছেন রোহিত শর্মা তাই ভারত অধিনায়ক বিরাট কোহলি নিশ্চিত করেছেন যে প্রথম ভারতের হয়ে একদিনের ক্রিকেটে পৃথ্বী শ এর অভিষেক হতে চলেছে। শিখর ধাওয়ানের বদলি হিসেবে দলে এসেছিলেন পৃথ্বী এবং এখন প্রথম একদিনের ম্যাচে ইনিংস শুরু করবেন। পৃথ্বীর পাশাপাশি প্রথম ম্যাচে অভিষেক হতে পারে মায়াঙ্ক আগারওয়ালেরও।

ওয়ানডেতে রোহিতের বদলি হিসাবে মায়াঙ্ক আগরওয়ালকে নেওয়া হয়েছে। কোহলি প্রথম ওয়ানডের আগে সাংবাদিকদের বলেছেন, “দুর্ভাগ্যজনক যে রোহিত ওয়ানডে সিরিজের অংশ হতে পারছে না, দলে রোহিতের যে প্রভাব পড়েছে তা সবাই দেখতেই পাচ্ছেন। আশা করি তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। ওয়ানডে ক্রিকেটে পৃথ্বী অবশ্যই শুরু করতে চলেছে, কে এল মিডল অর্ডারে খেলবে। আমরা চাই যে তিনি মিডল অর্ডারে খেলতে অভ্যস্ত হয়ে উঠুন।”

আরও পড়ুন : ৫-০ সিরিজ হারের পর কিইউ দলে বড় ধাক্কা, দল থেকে ছিটকে গেলেন অধিনায়ক

ভারত অধিনায়ক চান অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের থেকে তাদের পারফরম্যান্সে আরও উন্নতি করা উচিত। কোহলি বলেছিলেন “আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুন সংঘর্ষপূর্ণ একটি একদিনের সিরিজ খেলেছি, যেখানে প্রথম ম্যাচটি হারার পর ২-১ ব্যবধানে সিরিজ জিতেছি আমরা। সেই সিরিজ থেকে অনেক আস্থা পেয়েছি এবং আমরা ইতিবাচক ক্রিকেট খেলার চেষ্টা করব। আমাদের নিজস্ব পরিকল্পনায় বিশ্বাস রাখতে হবে, আমরা জানি নিউজিল্যান্ড হাল ছাড়বে না এবং আমাদেরও সে রকম ভাবে খেলতে হবে।”

Related Articles

Back to top button