Today Trending Newsদেশনিউজ

ফের কাশ্মীরে গুলির লড়াইয়ে শহীদ ১ জওয়ান, মৃত ২ জঙ্গি

Advertisement

গত শুক্রবার কাশ্মীরের নাগরোটায় গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল তিন সন্ত্রাসবাদীর। সেই ঘটনার মাত্র পাঁচ দিনের মধ্যে আবারও বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠলো উপত্যকা। বুধবার সকাল নাগাদ শ্রীনগরের নিকট শালতেং অঞ্চলে গুলি বিনিময়ে মৃত্যু হয়েছে দুই সন্ত্রাসবাদীর। আরও জঙ্গি লুকিয়ে রয়েছে সন্দেহে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বুধবার সকালে পুলিশ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। পুলিশ পাল্টা জবাব দিলে গুলির লড়াই তীব্র হয়। গুলি বিনিময়ের ফলে মৃত্যু হয় ২ জঙ্গির। শহীদ হন ১ সিআরপিএফ জওয়ান। এলাকায় সেনা অভিযান জোরদার করা হয়েছে। অন্য কোন জঙ্গি কোথাও লুকিয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন : রাম মন্দির নির্মাণের জন্য গঠিত হয়েছে ট্রাস্ট, লোকসভায় জানালেন প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, গত শুক্রবার জম্মুর নিকটবর্তী নাগরোটায টোল প্লাজায় গুলির লড়াইয়ে তিন জন সন্ত্রাসবাদী নিহত হয়। সন্ত্রাসবাদীরা একটি ট্রাকে করে শ্রীনগরের দিকে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর রাজ্য সড়কের বান টোল প্লাজায় সিকিউরিটি চেকিং-এর জন্য ভোর ৫ টার দিকে ট্রাক থামানো হলে সন্ত্রাসবাদীরা সুরক্ষা দলের উপর গুলি চালালে এক পুলিশ সদস্য আহতও হন। বেশ কিছু জঙ্গি সেদিন পার্শ্ববর্তী এলাকায় আশ্রয় নেয় বলে পুলিশের অনুমান।

Related Articles

Back to top button