Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জাঁকজমক সহকারে এবছরও পালিত হচ্ছে হাওড়ার শ্রী শ্রী শীতলামাতার স্নানযাত্রা উৎসব

কৌশিক পোল্ল্যে: আজ মাঘী পূর্নিমার দিন, এদিন লিলুয়া ও হাওড়া স্টেশনের মধ্যবর্তী জনবসতিপূর্ন এলাকা সালকিয়ায় অতি ধুমধাম সহকারে পালিত হবে শ্রী শ্রী শীতলামাতার স্নানযাত্রা 2020। উল্লেখ্য এটি উত্তর হাওড়ার সবচেয়ে…

Avatar

কৌশিক পোল্ল্যে: আজ মাঘী পূর্নিমার দিন, এদিন লিলুয়া ও হাওড়া স্টেশনের মধ্যবর্তী জনবসতিপূর্ন এলাকা সালকিয়ায় অতি ধুমধাম সহকারে পালিত হবে শ্রী শ্রী শীতলামাতার স্নানযাত্রা 2020। উল্লেখ্য এটি উত্তর হাওড়ার সবচেয়ে বড় উৎসব যাতে ধর্ম বর্ন নির্বিশেষে এলাকার মানুষ অংশগ্রহন করেন, জেলা বাদে স্নানযাত্রা দর্শনে বাইরে থেকেও আসেন অগনিত ভক্তগন। এই দেবীরা দেবী শীতলার মূর্তিস্বরূপা নন। এনারা কেউ কাষ্ঠনির্মিত, দারুনির্মিও কিংবা হাঁড়িতে অঙ্কিত। একমাত্র কয়েল বাজারের মা কয়েলেশ্বরী শীতলা পাথরের মূর্তিনির্মিত। একমাত্র আজকের দিনে এই সমস্ত দেবীরা বিরাট শোভাযাত্রা সহকারে গঙ্গাস্নানে বের হন।

লৌকিক মতে, এখানকার দেবীরা সাতবোন। এদের মধ্যে বড়মা হরগঞ্জ বাজারে অরবিন্দ রোডে এবং ছোট মা মুরগীহাটায় বিরাজ করেন। আজ হাজারো পূর্নার্থী সারাদিন উপোসী থেকে মায়ের স্নানযাত্রায় অংশ নেন। কেউ কেউ মায়ের রথে কাঁধ দেওয়ার সুযোগ পান। অনেকে পুরো যাত্রাপথ দন্ডী কেটে সম্পন্ন করেন।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : যাত্রীদের দুশ্চিন্তা, আরও বাড়বে রেলের ভাড়া

রাতে সকল ভক্তগন উপোস ভেঙে ফল মিষ্টি খেয়ে পরদিন ষোল আনার পুজো দিয়ে ব্রত সম্পন্ন করেন। শাস্ত্রমতে এই দেবী বসন্ত, হাম ইত্যাদি রোগ উপশমের দেবী। তাই বৎসরে একটি দিন তিনি গঙ্গাস্নান সেরে শুদ্ধ ও শীতল হন। উত্তর হাওড়ার সালকিয়া-বেলগাছিয়া অঞ্চলে ঐতিহ্যবাহী এই পুজো চলে আসছে যুগ যুগ ধরে।

About Author