বিতর্কিত ভিডিও ট্যুইটে, নির্বাচন কমিশনের রোষের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী
শনিবার বিধানসভা নির্বাচন, আর তার আগেরদিন একটি বিতর্কিত ভিডিও ট্যুইটের কারণে নির্বাচন কমিশনের রোষের মুখে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। নির্বাচন কমিশন তাঁকে নোটিশ পাঠিয়েছে এবং সেখানে বলা হয়েছে এই ভিডিওর মাধ্যমে নষ্ট হতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি।বিতর্কিত ওই ভিডিয়োতে দেখানো হয়েছে ‘হিন্দু-মুসলিম’, ‘মন্দির-মসজিদ’ এবং ‘CAA’ নিয়েই যেখানে মেতে আছে বিরোধী দল এবং মিডিয়া সেখানে কেজরিওয়াল উন্নয়ন, স্কুল এবং নারী সুরক্ষার মতো বিষয়কে তুলে ধরছেন।
ভিডিওটি ৩ ফেব্রুয়ারি পোস্ট করা হয়েছিল তাঁর অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেল এ। শনিবার বিকেল ৫টার মধ্যে নোটিসের উত্তর দিতে বলা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীকে। শনিবার ৮ টা থেকে দিল্লিতে ভোট, যার ফলাফল প্রকাশ পাবে ১১ ফেব্রুয়ারি। মঙ্গলবার আম আদমি পার্টি নির্বাচনী ম্যানিফেস্টো প্রকাশ করেছে, নির্বাচনী ইস্তেহারে দিল্লির মানুষদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ জল, ২৪ ঘন্টা বিদ্যুৎ-এর আশ্বাস দেওয়া হয়েছে, দিল্লির উন্নয়নে এবং সাধারন মানুষের ভালোভাবে স্বাচ্ছন্দ্যে জীবন যাতে কাটাতে পারে সেদিকে লক্ষ্য রাখবে আপ।
আরও পড়ুন : যাত্রীদের দুশ্চিন্তা, আরও বাড়বে রেলের ভাড়া
এছাড়া দিল্লির ডেপুটি চিফ মিনিস্টার মনীশ সিসোদিয়া ২৮ দফা গ্যারান্টি কার্ড’ প্রকাশ করেছেন যেখানে বলা হয়েছে, সাধারনের দরজায় পৌঁছে যাবে রেশন, ১০ লক্ষ প্রবীণ নাগরিকদের বিনামূল্যে তীর্থযাত্রার সুযোগ দেওয়া হবে। কর্মরত অবস্থায় সাফাই কর্মচারীদের মৃত্যুতে পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। আপ-এর এই ইস্তেহারের বিপক্ষে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন ২০১৫ সাল থেকে আপের একই উল্লেখ করা পয়েন্ট এবং বিজেপির ইস্তেহার থেকে কিছু নতুন পয়েন্ট যোগ করা হয়েছে ইস্তেহার করা হলেও বিগত পাঁচ বছর ধরে কথা মত কিছুই করেনি আপ।