অনেক টালবাহানার পর অবশেষে দীর্ঘ ৩৬ বছর পর আগামীকাল থেকে কলকাতার বুকে ছুটবে মেট্রো। এদিন ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন রেলমন্ত্রী পীযুষ গোয়েল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বন ও পরিবেশ রাষ্ট্রমন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়া আমন্ত্রণ জানানো হয়েছিল, সাংসদ কাকলি ঘোষদস্তিদার, বিধাননগরের বিধায়ক সুজিত বসু এবং বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে।
তবে এদিন লক্ষ্যনীয় ব্যাপার হল, এত নেতা-মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ খাতায় নাম নেই স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। নবান্নের তরফে বলা হয়েছে, তারা এমন কোনো আমন্ত্রণ পত্র পাননি। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এমন ধরনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মতো প্রশাসনিক কর্তাদের মন্ত্রক থেকে আমন্ত্রণ জানানো হয়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : দিল্লি নির্বাচনে হারের পর, বিজেপির নজর বাংলার পুরভোট
তবে এই ঘটনার চরম নিন্দা কেছে কংগ্রেস। তাদের মতে, মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে, যা কলকাতা মেট্রোরেলের উচিত হয়নি। এমন ঘটনার জন্য আমন্ত্রণপত্র বয়কট করেছেন তৃনমুলের আমন্ত্রিত নেতা-নেত্রীগন। তবে অবশেষে আগামীকাল থেকে সাধারণ মানুষের জন্য চালু হবে মেট্রোরেল পরিষেবা। প্রতি ২০ মিনিট অন্তর যাত্রীরা এই সুবিধা ভোগ করতে পারবেন। টিকিট মিলবে মাত্র পাঁচ টাকায়।