শহরে বাড়ছে তাপমাত্রা, আগামী চার-পাঁচ দিনের বড়সড় খবর দিল হাওয়া অফিস
শীত বার বার বিদায় মুহূর্তে ফিরে ফিরে আসলেও এবার শীতের দিন শেষ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গত কয়েকদিনে শীত অনেকটাই কমেছে, বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রজ্জ্বল পরিবেশ দেখা গেছে। সকালে হালকা শীত থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনেও সকালে শীতের আমেজ পাওয়া গেলেও বেলা বাড়লেই গরম অনুভূত হবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাস্পের পরিমান ৩৭ থেকে ৯৬ শতাংশ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দিনের ও রাতের তাপমাত্রা বেশি হেরফের হবে না। বেলা বাড়ার সাথে সাথে গরম অনুভূত হবে। উত্তরের হিমেল হাওয়ার জন্য ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে হালকা শীতের আমেজ থাকতে পারে৷
আরও পড়ুন : চালু হল ভারতের প্রথম বৈদ্যুতিক বাস
বসন্তের আগমনে স্বাভাবিকভাবেই শীতকে বিদায় নিতে হবে, খানিক দেড়ি হলেও তাপমাত্রাও বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। শীতের আমেজ কমছে দিন দিন, কলকাতার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়েছে। তবে দক্ষিনবঙ্গে শীত কমতে শুরু করলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীরে আগামী সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, সিকিম এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।