Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

দাম বাড়ার পরেই সুখবর, মধ্যবিত্তের দুঃশ্চিন্তা কমিয়ে ভর্তুকি বাড়ছে রান্নার গ্যাসের

Updated :  Saturday, February 15, 2020 7:16 PM

কয়েকদিন আগেই মধ্যবিত্তের দুঃশ্চিন্তা বাড়িয়ে বেড়েছিল ভর্তুকিহীন গ্যাস সিলিন্ডারের দাম। বিশ্ব বাজারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রভাব পড়েছিল ভারতের বাজারেও। এক ধাক্কায় ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছিল অনেকটাই। দিল্লিতে ১৪৪.৫০ টাকা বেড়েছিল সিলিন্ডার প্রতি গ্যাসের দাম।

যার ফলে ৭১৪ টাকার গ্যাস সিলিন্ডার নিতে বর্তমানে দিতে হচ্ছে ৮৫৮.৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ৮৯৬ টাকা। এই দাম বৃদ্ধির ফলে, হেঁশেল সামলাতে হিমশিম খেতে হয়েছে মধ্যবিত্ত পরিবারের কর্তাদের। এবার সেই দুঃশ্চিন্তা দূর হতে চলেছে। সিলিন্ডার প্রতি ভর্তুকি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি গ্যাস সিলিন্ডার প্রতি বর্তমান ভর্তুকি মূল্য ১৫৩.৮৬ টাকা থেকে তা বাড়িয়ে ২৯১.৪৮ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আরও পড়ুন : শহরে বাড়ছে তাপমাত্রা, আগামী চার-পাঁচ দিনের বড়সড় খবর দিল হাওয়া অফিস

অন্যদিকে, উজ্জ্বলা যোজনায় বিতরণ করা গ্যাস সিলিন্ডার প্রতি ভর্তুকি মূল্য ১৭৪.৭৬ টাকা থেকে বাড়িয়ে ৩১২.৪৮ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূল্যবৃদ্ধির এই বাজারে রান্নার গ্যাসের দাম বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে ভর্তুকি বাড়ায় কিছুটা হলেও দুঃশ্চিন্তা কমলো দেশবাসীর।