বহুদিন ধরে দিল্লির শাহিনবাগে চলছে কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ। এতদিন কেন্দ্র সেই বিষয়ে মুখে কুলুপ এঁটে থাকলেও সম্প্রতি একটি অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান তিনি নাগরিকত্ব আইন নিয়ে আলোচনায় বসতে রাজি। তারপরই শাহিনবাগে বিক্ষোভরত আন্দোলনকারীরা জানান, শাহের এই আমন্ত্রন গ্রহন করে তারা আগামীকাল দুপুর দু’টোয় তারা একটি মিছিলের মাধ্যমে অমিত শাহের বাসভবনের দিকে যাবেন। এরপর তারা বলেন, ইতিমধ্যেই দেড় লাখ মানুষ মনস্থির করেছেন, সংখ্যাটা আরও বাড়তে পারে বলে তাদের অনুমান। তারা সারা দেশের মানুষকে এই মিছিলে আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি অমিত শাহ বলেছেন, এক বিজেপি নেতার “গোলি মারো” মন্তব্য উচিত হয়নি। যার ফলে ভোটে বিজেপি অসংখ্য জায়গায় দিল্লির বিধানসভা নির্বাচনে হেরেছে বলে তিনি মনে করেন। এমন মন্তব্য দিল্লির মানুষের মনে বিজেপি সম্বন্ধে নেতিবাচক ভাবধারার সৃষ্টি করেছে। কিন্তু তিনিই ভোট প্রচার চলাকালীন এক জনসভায় বলেছেন, “এমন জোরে ইভিএম-এর বোতাম টিপুন যাতে শাহিনবাগে বিদ্যুতের শক লাগে।”
আরও পড়ুন : দুদিনে খরচ ১০০ কোটি টাকা, ভারত সফরে আসছেন ট্রাম্প
এরপর তিনি যে কারোর সঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে আলোচনায় বসতে রাজি বলে জানিয়েছেন। তবে শাহিনবাগে আন্দোলনকারীরা বলেছেন, তারা স্বরাষ্ট্রমন্ত্রীর এই আবেদনকে আহ্বান জানিয়েছেন। তারা আলোচনায় বসার আমন্ত্রণ জানাননি। আগামী সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার বিষয়ে শুনানি হওয়ার কথা। তার আগে এই আলোচনা অন্য মাত্রা দেওয়ার কথা ঘোষণা করলেন আন্দোলনকারীরা।